promotional_ad

হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে শ্রীলংকা

ছবিঃ- গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কলম্বো টেস্টের তৃতীয় দিনেই পরাজয় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে শ্রীলংকার। আর এই ম্যাচ হারলেই সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে চান্দিকা হাথুরুসিংহের অনুসারিরা।


৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলংকা এরইমাঝে ৫৩ রান তুলতে হারিয়েছে চার উইকেট। ম্যাচ জিততে অবশিষ্ট দুই দিনে লঙ্কানদের দরকার ২৭৪ রান, হাতে ছয় উইকেট।


ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছেন মঈন আলী। একটি করে উইকেট জ্যাক লিচ এবং বেন স্টোকসের। আগের দিনে ৯৯ রানের লিড পাওয়া ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে থেমেছে ২৩০ রানে।


দিলরুয়ান পেরেরা একাই নিয়েছেন পাঁচ উইকেট। সঙ্গে মালিন্দা পুস্পাকুমারা নিয়েছেন তিনটি উইকেট। লক্ষ্মণ সান্দাকানের শিকার দুটি উইকেট।


ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন জশ বাটলার। ৪২ রান করেছেন বেন স্টোকস। শেষ পর্যন্ত ৩৬ রানে অপরাজিত ছিলেন দলের নতুন উইকেটরক্ষক বেন ফোকস।



promotional_ad

কার্যত দুই দলের প্রথম ইনিংসেই দারুণভাবে এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। আর এতেই পরাজয় অনেকটা নিশ্চিত শ্রীলংকার।



তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ- 

টসঃ- ইংল্যান্ড (ব্যাটিং)


ইংল্যান্ড প্রথম ইনিংসঃ- ৩৩৬/১০ 


(বেয়ারস্টো ১১০, স্টোকস ৫৭; সান্দাকান ৫/৯৫, দিলরুয়ান ৩/১১৩) 
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ২৪০/১০


(করুনারত্নে ৮৩, ধনঞ্জয়া ৭৩; রশিদ ৫/৪৯)


ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ২৩০/১০



(বাটলার ৬৪, স্টোকস ৪২; পেরেরা ৫/৮৮)


শ্রীলংকা দ্বিতীয় ইনিংসঃ- ৫৩/৪
(করুনারত্নে ২৩, মেন্ডিস ১৫*; মঈন ২/১৬)
ম্যাচ জিততে অবশিষ্ট দুই দিনে শ্রীলংকার দরকার ২৭৪ রান, হাতে ছয় উইকেট।



শ্রীলঙ্কা একাদশ- 


দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল (অধিনায়ক), লক্ষ্মণ সান্দাকান, মালিন্দা পুস্পাকুমারা। 


ইংল্যান্ড একাদশ- 
ররি বার্নস, কিটন জেনিংস, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলি, বেন ফোকস (উইকেটরক্ষক), আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball