promotional_ad

বিপিএল দিয়েই ফিরতে চান নাসির

ছবিঃ- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


৫ই জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএলের মাধ্যমেই জাতীয় দলে ফিরতে চান জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তবে তার আগে শতভাগ ফিট হওয়ার দিকেই নজর দিচ্ছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের এই ক্রিকেটার।


বিপিএলের মাধ্যমে ফিরতে চান জাতীয় দলেও। রবিবার দিন হোম অফ ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে জানিয়েছেন,


'বিপিএল টার্নিং পয়েন্ট হতে পারে আমার জন্য। ওখানের পারফর্মেন্সে অনেক কিছুই নির্ভর করছে। এখন আমি ভাবছি কিভাবে একশ ভাগ ফিট হয়ে উঠবো তা নিয়ে। এরপরে আমি যদি পারফর্ম করি তাহলে ডাক আসবে। আমি পারফর্মেন্স করেই জাতীয় দলে সুযোগ পেতে চাই।'

promotional_ad

তবে জাতীয় দলে পুনরায় ফেরাটা যে সহজ নয়, সেটা খুব ভাল করেই মানছেন নাসির। প্রতিযোগিতার মাধ্যমেই জাতীয় দলে ফিরবেন এই প্রত্যাশায় আরও জানান,


'নতুন ক্রিকেটারদের জন্য এখন জাতীয় দলে যোগদান করা সহজ। যারা জাতীয় দলে খেলে বের হয়ে গিয়েছে তাঁদের জন্য দলে ফেরা কঠিন। নতুন কেউ পারফর্ম করলে এটা অনেক বেশি আকর্ষণীয় দেখায়।

'আর যারা জাতীয় দল থেকে বাদ গিয়েছে তাঁরা যদি পারফর্মও করে তাহলে লাইমলাইটে আসা কঠিন। আসলে তাঁদের প্রতি সবার চাওয়াটা একটু বেশিই থাকে।'


প্রায় আট মাস আগে বন্ধুদের ডাকে ফুটবল খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে ফেলেছিলেন নাসির। পুনর্বাসনের শেষ দিকেই আছেন তিনি। বিশ্বাস করেন, জাতীয় দলে অবশ্যই ফিরবেন পারফর্ম করে।



'আমি বিশ্বাস করি জাতীয় দল সকলের জন্যই উন্মুক্ত। আমি মনে করি পারফর্ম করে জাতীয় দলের বাইরে কেউ থাকবে না।

'এখন আমি দলের বাইরে। নতুন ক্রিকেটারদের থেকে আরও বেশি ভাল খেলেই আমাকে জাতীয় দলে জায়গা পেতে হবে। এর মানে এই নয় যে আমি জাতীয় দলের হয়ে খেলতে পারব না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball