দুই বছর পর অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি দলে স্টার্ক

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্বিতীয় টি-টুয়েন্টিতেই সিরিজে সমতায় ফিরতে পারতো ভারত, কিন্তু বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছিল সেই ম্যাচটি। আর তাই সিডনিতে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচটির দিকে বিশেষ নজর থাকবে ভারতের।
কেননা ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজ জিততে না পারলেও ড্র করার সুযোগ আছে ভারতের সামনে। রবিবার দিন বাংলাদেশ সময় বেলা ১.৫০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি তাই বিশেষ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে ভারত।
তবে ছেড়ে কথা বলবে না অস্ট্রেলিয়াও। সাম্প্রতিক সময়ের টানা বাজে পারফর্মেন্স থেকে নিস্তার পেতে সিরিজ জিততে চাইবে তাঁরা। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ম্যাকডারমট গণমাধ্যমে জানিয়েছেন,

'অস্ট্রেলিয়ার হয়ে সিরিজ জয়ের সুযোগ প্রতিদিন আসবে না। সিরিজ ভালোভাবে শেষ করার দিকেই নজর থাকবে। আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। একটি জয় পেয়েছি, আরেকটি ম্যাচে জেতা দরকার।'
এদিকে ম্যাচের আগে অজি শিবিরে যোগ দিয়েছেন পেসার মিচেল স্টার্ক। বিলি স্ট্যানলেকের ইনজুরির কারণেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্টার্ক। তবে ভারতীয় দলে একাদশ পরিবর্তনের আভাস মেলেনি।
ঘরের মাটিতে সর্বশেষ ২০১৪ সালে টি-টুয়েন্টি ম্যাচে খেলেছিলেন স্টার্ক। সিডনিতেই খেলেছিলেন সেই ম্যাচে। এছাড়া অজিদের হয়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে শেষবার টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন স্টার্ক।
সম্ভাব্য একাদশঃ-
অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডা'রসি শর্ট, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, বেন ম্যাকডারমট, অ্যালেক্স কারি (উইকেটরক্ষক), এন্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জেসন বেহরেনড্রফ, মিচেল স্টার্ক।
ভারতঃ- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, রিশভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ক্রুনাল পান্ডিয়া/ যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।