ইংল্যান্ডকে এগিয়ে নিলেন আদিল রশিদ

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই ৯৯ রানের লিড পেয়ে গিয়েছে সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংলিশদের হাতে আছে সবক'টি উইকেট।
দিনের শুরুতে প্রথম ইনিংসে বেশি রান বাড়াতে পারেনি ইংলিশরা। আগের দিনের রানের সঙ্গে আর ২৪ রান যোগ করেই (মোট ৩৩৬) বাকী তিনটি উইকেট হারিয়ে অলআউট হয়েছে তাঁরা।
লক্ষণ সান্দাকান নিয়েছেন পাঁচটি উইকেট। দিলরুয়ান পেরেরার শিকার তিনটি উইকেই। এরপরে আদিল রশিদের দুর্দান্ত স্পিনে শ্রীলংকাকেও ২৪০ রানে থামিয়ে দিয়েছে জো রুটের দল।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার দিমুথ করুনারত্নে। ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৭৩ রান। দলীয় ১৭৩ রানে দুই উইকেট হারানো লঙ্কানদের ইনিংস যেন তাসের ঘরের মতোই ভেঙ্গে পরে।
আদিল রশিদ এদিনে শিকার করেছেন পাঁচটি উইকেট। তিন উইকেট নিয়েছেন বেন স্টোকস। পুনরায় ব্যাট করতে নামা ইংল্যান্ড দিন শেষে উইকেট শুন্য অবস্থায় আছে।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- ইংল্যান্ড (ব্যাটিং)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ- ৩৩৬/১০
(বেয়ারস্টো ১১০, স্টোকস ৫৭; সান্দাকান ৫/৯৫, দিলরুয়ান ৩/১১৩)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ২৪০/১০
(করুনারত্নে ৮৩, ধনঞ্জয়া ৭৩; রশিদ ৫/৪৯)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ- ৩/০
(বার্নস ২*)
৯৯ রানের লিড পেয়েছে সফরকারী ইংল্যান্ড, হাতে সবগুলো উইকেট।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, রোশন সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), দিলরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল (অধিনায়ক), লক্ষ্মণ সান্দাকান, মালিন্দা পুস্পাকুমারা।
ইংল্যান্ড একাদশ-
ররি বার্নস, কিটন জেনিংস, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জশ বাটলার, মঈন আলি, বেন ফোকস (উইকেটরক্ষক), আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।