সেন্ট্রাল জোনকে ম্যাচ জেতালেন শুভাগত-রনি

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনের নাটকীয়তার অপেক্ষায় ছিল সেন্ট্রাল জোন এবং সাউথ জোনের ম্যাচটি। তবে নাটকীয়তা উপেক্ষা করে একতরফায় পরিণত হওয়া ম্যাচটিতে শুভাগত হোম এবং আবু হায়দার রনির দুর্দান্ত বোলিং পারফর্মেন্সে ৭৭ রানের জয় পেয়েছে সেন্ট্রাল জোন।
আগের দিনই আভাস মিলছিল নাটকীয়তার। কেননা সেন্ট্রাল জোনের ছুঁড়ে দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রান সংগ্রহ করতেই দুই উইকেট হারিয়ে ভুগছিল সাউথ জোন।
শেষ দিনে সাউথ জোনের প্রয়োজন ছিল ২২৮ রান, হাতে ছিল আটটি উইকেট। কিন্তু আগের দিনে শাহরিয়ার নাফিস এবং তুষার ইমরানের আশা জাগানিয়া জুটি এদিনে অনেক বেশি স্থায়ী হয়নি।
তুষার ফিরেছেন ৪০ রান করে। তার একটু পরেই ফিরেন শাহরিয়ার নাফিস (৫৪)। নাফিসকে লেগ বিফোরের মাধ্যমে ফেরানোর মাধ্যমেই ঝলক দেখানো শুরু করেন শুভাগত হোম। মাঝে অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন রকিবুল হাসান (৩৫) এবং মেহেদী হাসান (২৮)।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ১৮৮ রানে অলআউট হয়েছে সাউথ জোন। শুভাগত হোম নিয়েছেন পাঁচটি উইকেট। আবু হায়দার রনির শিকার হয়ে ফিরেছেন চার জন। একটি উইকেট মিলেছে রবিউল হকের। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান আব্দুল মজিদ হয়েছেন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোরঃ-

টসঃ- সাউথ জোন (ফিল্ডিং)
সেন্ট্রাল জোন প্রথম ইনিংসঃ- ২৮২/১০
(মজিদ ১৪১*, শহীদুল ৫৮, শান্ত ২৩; আল আমিন ৩/৬৫, রাজ্জাক ৩/৭০)
সাউথ জোন প্রথম ইনিংসঃ- ২৮১/১০
(ফাজলে রাব্বি ৯৪, নাফিস ৭১, বিজয় ৩১; মোশাররফ ৪/৫৩)
সেন্ট্রাল জোন দ্বিতীয় ইনিংসঃ- ২৬৪/১০
(লিটন ৮৪, শহিদুল ৪১*; মেহেদী ৫/৭২)
সাউথ জোন দ্বিতীয় ইনিংসঃ- ১৮৮/১০ (লক্ষ্য ২৬৬ রান)
(নাফিস ৫৪, তুষার ৪০; শুভাগত ৫/৫৩, রনি ৪/৪৪)
ফলাফলঃ- সেন্ট্রাল জোন ৭৭ রানে জয়ী।
ম্যাচ সেরাঃ- আব্দুল মজিদ (দুই ইনিংসে ১৪১* ও ৪ রান)।