promotional_ad

অ্যামব্রিসের আউট নিয়ে বিতর্ক, জবাব দিলেন সাকিব

সাকিব আল হাসান
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চট্রগ্রাম টেস্টে আম্পায়ারের ভুলে আউট হওয়া সুনিল অ্যামব্রিসকে ফের ব্যাটিংয়ের জন্য ডেকে পাঠাতেন না অধিনায়ক সাকিব আল হাসান, খেলোয়াড় সুলভ আচরণ এখানে সাজে না।


ম্যাচ শেষে সাকিব অ্যামব্রিসের আউট নিয়ে এমন মন্তব্য করেছেন। ২০৪ রানের লক্ষ্য স্পিন স্বর্গে ব্যাট করতে নেমে লাঞ্চ ব্রেকের আগের ২৩ মিনিটেই ১১ রানে চার উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ দল।


সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম জোড়া উইকেট নিয়ে চোখ রাঙ্গানি দিচ্ছিলেন রীতিমত। মধ্যাহ্ন বিরতির পর শিমরন হেটমায়ার দ্রুত ২৭ রান তুলে নিলেও বেশীক্ষণ স্থায়ী হয় নি তাঁর ইনিংস।



promotional_ad

তাইজুল ও মিরাজের স্পিন উইন্ডিজ মিডেল অর্ডার ব্যাটসম্যানরা সামলে উঠতে পারছিলেন না, কিন্তু ব্যক্তিক্রম ছিলেন সুনিল অ্যামব্রিস। এক প্রান্ত আগলে রেখে রান বের করে নিচ্ছিলেন তিনি। তবে সঙ্গীর অভাবে জুটি গড়তে পারছিলেন না তিনি।


শেষ পর্যন্ত জোমেল ওয়ারিকেনের সাথে নবম উইকেটে ৬৩ রানের জুটি গড়ে উইন্ডিজ দলকে আশা দেখান অ্যামব্রিস। জুটিতে ওয়ারিকেনের অবদান ছিল ৪১ রান। এই দুইয়ের ব্যাটিং টাইগার ক্যাম্পে চিন্তা বাড়াতে থাকে।


মিরাজের বোলিংয়ে ওয়ারিকেন যখন আউট হন তখন উইন্ডিজ দল লক্ষ্য থেকে ৬৫ রান দূরে ছিল। সর্বশেষ উইকেটে শ্যানন গ্যাব্রিয়েলকে নিয়ে অসাধ্য সাধনের পথে এগোচ্ছিলেন অ্যামব্রিস। কিন্তু দলীয় ১৩৯ রানে তাইজুলের বলে কট বিহাইন্ড হন অ্যামব্রিস। ফরওয়ার্ড ডিফেন্স খেলতে গিয়ে স্পিনে পরাস্ত হন তিনি।


শেষ উইকেট পতনের উল্লাস যখন বাংলাদেশ ক্যাম্পে, তখন উইকেটে রিভিউর আবেদন করতে দেখা যায় 'অসহায়' অ্যামব্রিসকে। কারণ বলটি কিপার মুশফিকের গ্লাভসে যাওয়ার আগে ব্যাট কিংবা গ্লাভস ছুঁয়ে যায় নি। কিন্তু রিভিউ না থাকায় অগত্যা সাজঘরের পথ ধরতে হয় এই তরুন উইন্ডিজ ব্যাটসম্যানকে। এই প্রসঙ্গে সাকিব বলেছেন,



'আমি ডাকতাম না। কারণ, উইকেটরক্ষক খুব আত্মবিশ্বাসী ছিল। ওরা রিভিউ নেওয়ার পরও ও বলছিল, এটা আউট। স্বাভাবিকভাবেই আমি তাঁকে বিশ্বাস করব, ওদের ব্যাটসম্যানকে বিশ্বাস না করে।'


চট্রগ্রাম টেস্টে অ্যামব্রিসের আউট ও সাকিবের মন্তব্য খেলোয়াড় সুলভ আচরণ নিয়ে নতুন করে তর্কের জন্ম দিতে পারে। ক্রিকেটের নিয়ম বলে অ্যামব্রিস আউট, কিন্তু এই পেশাদার ক্রিকেটের যুগে বাংলাদেশের বাস্তবতায় একজন ব্যাটসম্যানকে ম্যাচের এমন অবস্থায় ফের ব্যাটিংয়ে ডেকে পাঠানো কল্পনা করা যায় না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball