বল ক্রমাগত ঘুরপাক খাচ্ছিলঃ ব্রাথওয়েট

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের উইকেটে ব্যাট করা কঠিন ছিল। বিশেষ করে চতুর্থ ইনিংসে বল ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল বলে মন্তব্য করেছেন উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্রাথওয়েট।
ম্যাচের তৃতীয় দিনই হার নিয়ে মাঠ ছেড়েছে সফরকারীরা। তবে বল যখন নরম হয়েছে তখন ব্যাটসম্যানরা স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে বলে জানিয়েছেন তিনি।

তার ভাষায়, 'উইকেটে বল ক্রমাগত ঘুরছিল। যত সময় পার করেছে আরও কঠিন হয়েছে এখানে ব্যাট করা। বল যখন নরম হয়েছে তখন ব্যাট করতে সুবিধা হয়েছে।' এদিকে দলের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন ব্রাথওয়েট।
বিশেষ করে দলের কেউ বড় কোন জুটি গড়তে পারেন নি। তার দলের সামর্থ্য ছিল এই ম্যাচে আরও ভালো করার।
নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে দল সেজন্য হতাশ এই ক্যারিবিয়ান অধিনায়ক। তিনি আরও বলেন, 'আমরা আমাদের সেরাটা দিয়ে খেলিনি। চাইলে আরও ভালো করতে পারতাম। বড় কোন জুটি পাইনি আমরা।'