promotional_ad

মোড় ঘুরিয়েছে প্রথম ইনিংসঃ সাকিব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথম ইনিংসে মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসানের স্বল্পরানের জুটি বাংলাদেশকে একধাপ এগিয়ে দিয়েছে চট্টগ্রাম টেস্টে। এখানেই ম্যাচের মোড় ঘুরে গিয়েছিল, ধারণা টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের।


বাংলাদেশের ১৩ রানে চার উইকেট নিয়ে লাগামটা একবার ধরেই ফেলেছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ব্যাট হাতে এই উইকেটে ম্যাচের লাগাম ধরে রাখাটা কষ্টকর ছিল উইন্ডিজদের জন্য।


তবে অল্প রানের লক্ষ্যেই যে ম্যাচটি জেতা সম্ভব চট্টগ্রাম টেস্টের প্রথম দিনই বুঝে গিয়েছিলেন সাকিব। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং আরও ভালো হওয়া দরকার ছিল বলে মনে করছেন তিনি।


promotional_ad

'ম্যাচে টার্নিং পয়েন্ট অনেক গুলো। এমন ম্যাচে ছোট ছোট জিনিস গুলোই অনেক বড় হয়ে যায়। এটা ওদের পক্ষেও আছে, আমাদের পক্ষেও আছে। ছোট ছোট কিছু জুটি 
আছে যা আমাদের অনেক সাহায্য করেছে। আর বড় দিক থেকে বলতে গেলে আমাদের প্রথম ইনিংসের রানটা বাড়তি সুবিধা দিয়েছে।


'যদিও আমার ধারনা সেকেন্ড ইনিংসে আমরা আরেকটু ভালো করতে পারতাম। কিন্তু এ ধরনের উইকেটে এমন হতেই পারে। ওই সম্পর্কে আমরা সবাই অবগত ছিলাম। আমরা জানতাম ম্যাচটা এমন টাইপেরই হবে, হাই স্কোরিং হবে না, প্রথম দিন উইকেটটা দেখার পর,' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছিলেন সাকিব।


মাত্র ২০৪ রানের লক্ষ্যেই ৬৪ রানে ম্যাচটি জিতে যায় বাংলাদেশ। দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের এই প্রথম টেস্ট জয় উৎফুল্ল করেছে পুরো দলকে।


পাশাপাশি সাকিব পেয়েছেন টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২০০ উইকেট। রেকর্ডের সাথে জয়, ভালো লাগাটা দ্বিগুণ করেছে সাকিবের। জয় না পেলে রেকর্ডের আনন্দ ম্লান হয়ে যেত বলে জানিয়েছেন সাকিব। 


'২০০ উইকেট পাওয়ার পর অনুভূতিটা ভালো হতো না যদি না জিততাম। যেহেতু জিতেছি এখন অনুভূতিটা অনেক ভালো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball