গ্যাব্রিয়েলকে হারিয়ে দুশ্চিন্তায় নেই উইন্ডিজরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে দারুণ বল করা উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে ঢাকা টেস্টে পাচ্ছেনা উইন্ডিজ পেসাররা। ২৪ মাসের মধ্যে ৫ ডিমেরিট পয়েন্ট তার নামের পাশে যোগ হওয়ার কারণে ঢাকা টেস্টে নিষিদ্ধ হয়েছেন তিনি।
তবে গ্যাব্রিয়েলকে না পাওয়ার বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না উইন্ডিজ দলপতি ক্রেইগ ব্রাথওয়েট। তিনি মনে করেন, গ্যাব্রিয়েলের জায়গা পুরণ করার মত বোলার তাদের রয়েছে। তাই এটা নিয়ে বাড়তি চিন্তা করছেন না তাঁরা।

তারপরও ডানহাতি এই পেসারকে দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে করছেন ব্রাথওয়েট। গ্যাব্রিয়েল না খেলতে পারলেও ঢাকা টেস্টে ভালো করার ব্যাপারে আশাবাদি তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
'অবশ্যই সে দলের গুরুত্বপূর্ণ একজন বোলার। কিন্তু তার জায়গা পূরণ করার মত বোলার আছে আমাদের। আমরা আমাদের কাজগুলো ঠিক ভাবে করতে চাই। যা পরিকল্পনা ছিল তাতেই অটল থাকব। আমি মনে করি ঢাকা টেস্টে আমরা ভালো করব এবং ঘুরে দাঁড়াতে পারব।'
চট্রগ্রাম টেস্টে ইমরুল কায়েসের সাথে অহেতুক বিবাদে জড়িয়ে দুই ডিমেরিট পয়েন্ট গুনতে হয় গ্যাব্রিয়েলকে। ২৪ মাসের মধ্যে দুইবার নিয়ম ভাঙ্গায় গ্যাব্রিয়েলের ডিমেরিট পয়েন্ট পাঁচ ছাড়িয়ে গেছে।
যার কারণে আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী এক টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে, একই সাথে ম্যাচ ফি'র ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে তাঁকে। এর আগে গ্যাব্রিয়েলকে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও তিন ডিমেরিট পয়েন্ট গুনতে হয়েছিল।