তাইজুলের সামনে রাবাদা-অ্যান্ডারসন

ছবি: তাইজুল ইসলাম

|| ডেস্ক রিপোর্ট ||
বছরের সেরা বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। চট্রগ্রাম টেস্টের শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে সেরা পাঁচে দ্বিতীয় স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।
মাত্র ১১ ইনিংসে ৩৯ উইকেট নিয়ে সেরা বোলারদের মধ্যে চতুর্থতে উঠে এসেছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে তিনবার পাঁচ উইকেট সহ ১৮ উইকেটের পর উইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত নিয়েছেন ৬ উইকেট।
পেছনে ফেলেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসকে। ১১ ইনিংসে ৩৮ উইকেট নিয়ে সেরা বোলারদের মধ্যে পঞ্চম স্থানে আছেন আব্বাস।
তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ১৮ ইনিংসে তাঁর শিকার ৪৬ উইকেট।

আরেক পেসার জিমি অ্যান্ডারসন, ২২ ইনিংসে ৪৩ উইকেট নিয়ে আছেন দ্বিতীয়তে। তৃতীয়তে আছেন লঙ্কান অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। ১৭ ইনিংসে ৪১ উইকেট আছেন তাঁর নামের পাশে।
এখন পর্যন্ত ২০১৮ সালে সর্বোচ্চ উইকেটঃ
কাগিসো রাবাদা- ১৮ ইনিংসে ৪৬ উইকেট
জেমস অ্যান্ডারসন- ২২ ইনিংসে ৪৩ উইকেট
দিলরুয়ান পেরেরা- ১৭ ইনিংসে ৪১ উইকেট
তাইজুল ইসলাম- ১১* ইনিংসে ৩৯* উইকেট
মোহাম্মদ আব্বাস- ১১ ইনিংসে ৩৮ উইকেট