রফিককে ছাড়িয়ে তাইজুলের রেকর্ড

ছবি: তাইজুল ইসলাম

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে এক বছরে টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার বনে গেছেন স্পিনার তাইজুল ইসলাম।
২০০৩ সালে মোহাম্মদ রফিকের ৬ ম্যাচে ৩৩ উইকেটের রেকর্ড ভেঙ্গেছেন তিনি।

চলতি মৌসুমে ৬ ম্যাচ খেলে ৩৯ উইকেট শিকার করেছেন তাইজুল। এই বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট ও উইন্ডিজ সফরে এক টেস্ট খেলেছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৮ উইকেট শিকার করা এই স্পিনার এবার উইন্ডিজদের বিপক্ষেও দারুণ পারফর্ম করছেন।
চট্রগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এক উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন পাঁচ উইকেট।
এদিকে এক মৌসুমের সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারদের মধ্যে তাইজুল ছাড়াও আছেন সাকিব আল হাসান।
২০০৮ সালে ৮ ম্যাচে ৩০ উইকেট পেয়েছিলেন তিনি। ২০১৭ সালে আবার ৭ ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার করেন সাকিব।