ফিঞ্চকে আইসিসির জরিমানা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাঁর ম্যাচ ফি'র ২০ ভাগ জরিমানা করা হয়েছে।
ব্রিসবেনে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণেই এই জরিমানা গুনতে হচ্ছে অজি অধিনায়ককে। দলের বাকী ক্রিকেটারদেরও অবশ্য জরিমানা করেছে আইসিসি।

আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.৫.১ ধারা অনুযায়ী স্লো ওভার রেটের কারণে মাঠে থাকা অজি ক্রিকেটারদের ম্যাচ ফি'র দশ শতাংশ জরিমানা করেছে, আর অধিনায়ক ফিঞ্চকে করেছে এর দ্বিগুণ।
তবে আগামী ১২ মাসের মধ্যে যদি আবারও স্লো ওভার রেটের অভিযোগ আসে ফিঞ্চের উপর। তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়বেন ফিঞ্চ। ব্রিসবেনের সেই ম্যাচটিতে অবশ্য জিতেছিল অজিরাই।
শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে চার রানের জয় পায় অস্ট্রেলিয়া। সেই জয়ে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে যায় তাঁরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।