ডু প্লেসিসের অবসর ভাবনা

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তবে শীঘ্রই অবসরে যাচ্ছেন না তিনি। অন্তত ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চান প্রোটিয়াদের হয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্লেসিস জানিয়েছেন, '২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপটি আমার জন্য আইসিসির শেষ আসর।

'২০১৯ সালে যদি আমি ওয়ানডে বিশ্বকাপ না জিততে পারি তাহলে টি-টুয়েন্টি বিশ্বকাপেই আমার শেষ সুযোগ। ওয়ানডে বিশ্বকাপে ভাল না করলে টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের সম্মান অর্জনের সুযোগ রয়েছে।'
একইদিনে তিনি কথা বলেছেন ক্রিকেটের নতুন সংস্করণ টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও। ব্যক্তিগতভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের সামগ্রিক প্রক্রিয়াটি মনে ধরেছে প্লেসিসের।
'ক্রিকেট বিশ্বকে টিকিয়ে রাখতে এবং ছড়িয়ে দিতে সকল ফরম্যাটই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দিক থেকে চিন্তা করলে মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ ব্যাপক পরিবর্তন আনবে ক্রিকেটে।
'দ্বিপাক্ষিক সিরিজগুলো আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে এবং সবগুলো সিরিজই আকর্ষণীয় হবে। এর মাধ্যমে এই ফরম্যাট আরও স্থায়ী এবং বিনোদনমূলক হবে।'
৩৪ বছর বয়সী প্লেসিস আফ্রিকার হয়ে এখন পর্যন্ত ৫৪ টি টেস্ট, ১২৪ টি ওয়ানডে এবং ৪২ টি টি-টুয়েন্টি ম্যাচে খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে নয় হাজারের বেশি রান করেছেন প্লেসিস।