বৃষ্টি বাঁধায় সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টি বাঁধায় পরিত্যক্ত হয় অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচ। যার ফলে তিন ম্যাচে সিরিজে এখনও ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচে শুরুর দিকের লাগাম সফরকারী ভারতের হাতেই ছিল বলা যায়। কারণ টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠিয়ে ভালোভাবেই চেপে ধরেছিল ভারত।
দলীয় মাত্র এক রানেই স্বাগতিক অধিনায়ক অ্যারন ফিঞ্চকে সাজঘরে ফিরিয়ে দেন পেসার ভুবনেশ্বর কুমার। শূন্য রানে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
দলের খাতায় স্বল্প কিছু রান যোগ করতেই তিনে নামা ক্রিস লিনও ফিরেন যান সাজঘরে। তরুণ পেসার খলিল আহমেদ ক্রুনাল পান্ডিয়ার হাতে লিনকে ক্যাচ বানিয়ে ১৩ রানে ফেরত পাঠান।

ষষ্ঠ ওভারে অস্ট্রেলিয়ার রান যখন ৩৫ তখন খলিল আবার আঘাত হানেন, বোল্ড করে ফেরান ওপেনার ডি'আরচি শর্টকে। নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। গত ম্যাচে অজিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক গ্লেন ম্যাক্সওয়েল এই ম্যাচে করেছেন মাত্র ১৯ রান।
দলের হয়ে সর্বোচ্চ রান নিয়েছেন বেন ম্যাকডারমট। ৩০ বলে ৩২ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। শেষের দিকের ব্যাটসম্যানদের কল্যাণে ১৯ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। ভারতের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট নিয়েছেন খলিল এবং ভুবনেশ্বর।
তখনই বৃষ্টি নামে এমসিজিতে, টানা বৃষ্টিতে ভেসে যায় মাঠ। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি জেফ ক্রো।
সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ ভারত
অস্ট্রেলিয়াঃ ১৩৭/৭ (১৯ ওভার)
ম্যাকডারমট ৩০*, অ্যান্ড্রু টাই ১২*; ভুবনেশ্বর ২/২০, খলিল ২/৩৯
ফলাফলঃ ম্যাচ পরিত্যক্ত