আমরাও জিততে পারিঃ ডওরিচ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টে ম্যাচে ফেরা এখন অনেকটাই সহজ বলে মনে করছেন উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডওরিচ। যদিও বাংলাদেশ কিছুটা লিড পেয়ে যাওয়ায় দুশ্চিন্তায় আছেন তিনি।
২৭ বছর বয়সী এই উইকেটরক্ষক মনে করছেন ম্যাচের তৃতীয় দিন সকালে টাইগারদের বাকী পাঁচটি উইকেট নিয়ে নিতে পারলে জয় পাওয়াটা আরও সহজ হবে উইন্ডিজের।

'এখনও ভালোভাবেই ম্যাচে ফেরা সম্ভব আমি মনে করি। বাংলাদেশ এরইমাঝে লিড পেয়ে গিয়েছে এবং লিড পাওয়াটা সবসময় চ্যালেঞ্জের। কিন্তু সকালে যদি আমরা ভাল খেলি, দ্রুত তাঁদের উইকেটগুলো ফেলে দিতে পারি এবং দ্বিতীয় ইনিংসেও ভালোমতো ব্যাট করতে পারি তাহলে আমরাও জিততে পারি।
' সকালেই যদি পাঁচটি উইকেট নিতে পারি, তাহলে আমরা আবারও এগিয়ে যাবো।'; ম্যাচের দ্বিতীয় দিন শেষে গণমাধ্যমের সামনে জানান ডওরিচ।
তবে ম্যাচ জেতাটা এতোটাও সহজ নয়, মানছেন ডওরিচ। বিশেষ করে দ্বিতীয় দিনে মাত্র ২৪৬ রানে অলআউট হয়ে যাওয়ায় দল কিছুটা পিছিয়ে আছে বলেই দাবি করছেন তিনি।
'আমি মনে করি আমরা চ্যালেঞ্জের সামনে। আমরা ভালোমতো ব্যাট করতে পারিনি যেমনটা চেয়েছিলাম। তারপরেও আমরা লড়াই করার চেষ্টা করেছি। আমি এবং হেটমায়ার লম্বা জুটি গড়েছি। যদিও কয়েকটি উইকেট দ্রুত যাওয়াতে আমরা পিছিয়ে গিয়েছি।'
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল এখন পর্যন্ত লিড নিয়েছে ১৩৩ রানের, হাতে আছে পাঁচটি উইকেট।