যেকোনো পুঁজি নিয়ে লড়াইয়ে প্রস্তুত নাঈম
ছবি: বাংলাদেশ দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৫ রান।
ফলে অল্প রানেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। তবে, দলের যতখানি পুঁজি আসুক তা নিয়েই লড়াই করবে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন টাইগার স্পিনার নাঈম হাসান।

অভিষেকে পাঁচ উইকেট দখল করা এই স্পিনার বলেছেন, "আমাদের পুঁজি যতখানি আসবে অতখানি নিয়েই আমরা লড়াই করবো।"
বাংলাদেশের হাতে আছে আরও ৫ উইকেট। বাকি পুরো ৩ দিন। ভালো খেলতে পারলে এখান থেকেই দলের স্কোর ৩০০-৩৫০ হতে পারে বলে বিশ্বাস নাঈমের।
"আমরাতো এখনো অলআউট হয়নি। আমরা ভালো খেলতে পারলে আমাদের স্কোর ৩০০-৩৫০ হতে পারে!"
তবে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কাটাকেও উড়িয়ে দিচ্ছেন না তিনি। এই স্পিনার মনে করেন দলের স্কোরটা একটু বড় হলে কাজটা দলের বোলারদের জন্য অনেক সহজ হয়ে যাবে।
"আবার অল্প রানেও আউট হয়ে যেতে পারি। যদি বড় স্কোর হয় তাহলেতো আমাদের বোলারদের জন্য সহজ হয়ে যাবে।"