promotional_ad

নাঈমের পথচলা

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজদের নিয়ে সাজানো স্পিন আক্রমণে চতুর্থ বোলার হিসেবে অভিষেক হয় নাঈম হাসানের। মুস্তাফিজুর রহমানকে নিয়ে ধরতে গেলে বোলিং আক্রমণের পঞ্চম বোলার ১৮ ছুঁই ছুঁই নাঈম। কিন্তু রেকর্ড গড়ে পাঁচ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ইনিংসের সেরা বোলার হয়ে উইন্ডিজ ইনিংসে ধস নামান নাঈম। 


অভিষেকে পাঁচ উইকেট নেয়া সর্বকনিষ্ঠ বোলারদের তালিকায় অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সকে পেছনে ফেলেছেন ১৭ বছর বয়সী নাঈম। অভিষেকে বাংলাদেশিদের মধ্যে পাঁচ উইকেট নেয়ার লম্বা তালিকায় জায়গা করে নিলেও দ্রুত ও কম রান খরচায় পাঁচ উইকেট নেয়ায় অন্যদের থেকে এগিয়ে ছিলেন তিনি। 


স্পিন সহায়ক উইকেটে মুস্তাফিজ, তাইজুল, মিরাজ ও সাকিবদের পর বোলিংয়ে আসেন তিনি। মধ্যাহ্ন বিরতি শেষে প্রথম ওভারেই প্রথম বলেই টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেটের দেখা পান তিনি।


ভালো খেলতে থাকা রস্টন চেইজকে শর্ট লেগের ক্যাচ বানিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙ্গেন তিনি। দুই ওভার পরেই উইকেটে জমে যাওয়া আরেক ব্যাটসম্যান আমব্রিসকে আউট করেন নাঈম। অফ স্ট্যাম্প থেকে দ্রুত টার্ন করে আসা বলে লেগ বিফরের ফাঁদে পড়েন আমব্রিস।


চা পান বিরতির পর ফের নাঈমের স্পিন ভেলকিতে পড়ে উইন্ডিজ ব্যাটসম্যানরা। একই ওভারে দেবেন্দ্র বিশু ও কিমার রোচকে সাজঘরে ফেরান তিনি। দ্রুত চার উইকেট তুলে নেয়া নাঈমের পাঁচ উইকেট পেতে বেশি অপেক্ষা করতে হয়নি। ওয়ারিক্যানকে বিদায় করে অভিষেকে পাঁচ উইকেট নেয়ার উল্লাসে মাতেন চট্রগ্রামের ঘরের ছেলে নাঈম।



promotional_ad

১৪ ওভারে ৬১ রান খরচায় পাঁচ উইকেট নেয়ার মধ্য দিয়ে উচ্চতা ব্যবহার করে প্রতিপক্ষকে অতিরিক্ত বাউন্স ও স্পিনে পরাস্ত করার উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।


'এখনই মন্তব্য করার সময় হয়নি। তবে আমি মনে করি নাঈম তাঁর উচ্চতার ভালো ব্যবহার করেছে। একই সাথে সে সিমের ভালো ব্যবহার করেছে, যার কারণে উইকেট থেকে সুবিধা আদায় করে নিতে সফল হয়েছে,' চট্রগ্রাম টেস্টে নাঈমের বোলিং সম্পর্কে বলেছেন অভিজ্ঞ কোচ সালাউদ্দিন। 


'তাঁর ওভার স্পিন করার সামর্থ্য রয়েছে, যা খুব একটা আলোচনা হয় না। সে ওভার স্পিন ও সাইড স্পিন করতে পারে। ওভার স্পিনে স্বভাবতই কিছুটা বাউন্স থাকে, তাঁর সাথে যোগ হয় তাঁর উচ্চতা। তাঁর এই সামর্থ্য বিদেশেও উইকেট নিতে সাহায্য করবে।'


ঘরের ছেলে নাঈম চট্টগ্রামের বয়স ভিত্তিক ক্রিকেটের গণ্ডি পার করে দ্রুত জাতীয় পর্যায়ে জায়গা করে নেন। ২০১৩ সালের দিকে চট্টগ্রাম অনূর্???্ব-১৪ জেলা দলের হয়ে খেলেছিলেন তিনি, কিন্তু বিভাগীয় দলে জায়গা হয়নি তাঁর। তবে দুই বছর বাদেই অলরাউন্ড পারফর্মেন্সে বিভাগীয় দলে জায়গা করে নেন তিনি। 


একই সাথে দুয়ার খুলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে। সেখান থেকে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ মিলে দীর্ঘদেহী এই স্পিনারের, খেলেছিলেন ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। দীর্ঘ পরিসরের ক্রিকেট লম্বা স্পেলে বল করে যাওয়ার সুনাম খুব দ্রুতই আদায় করে নিয়েছেন তিনি। 


যার কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঝেই টেস্ট দলে ডাক পান তিনি, চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ড থেকে দলের সাথে যোগ দিতে উড়িয়ে আনা হয় তাঁকে। সেবার টেস্ট দলে সুযোগ না মিললেও নির্বাচকদের নজরে ছিলেন তিনি। এবারের এনসিএলে ছয় ইনিংসে ২৮ উইকেট নিয়ে সেরা বোলার হওয়ার পর টেস্ট ক্যাপ পাওয়ার খুব কাছে পৌঁছে যান নাঈম।



উইন্ডিজদের বিপক্ষে চট্রগ্রাম টেস্টের আগে নাঈম বলেছিলেন, 'ভালো লাগছে, বছরের শুরুতে শ্রীলঙ্কার সাথে দলে ডাক পেয়েছিলাম, স্ট্যান্ড বাই ছিলাম বেশ কয়েকবার। এরপর তো এনসিএল খেললাম। এনসিএল ভালো হয়েছিল আমার। অনেক ওভার বল করেছি। একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি এর মাঝে, জিম্বাবুয়ের সাথে। ওখানেও ভালো বল হয়েছে। এখন সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব।'


সুযোগটা দুই হাতেই লুফে নিয়েছেন নাঈম। ব্যাট হাতে তাইজুল ইসলামের সাথে জুটি গড়েছেন, বল হাতে উইন্ডিজদের ঘুরিয়েছেন নিজের অফ স্পিনে। নির্লিপ্ত স্বভাবের নাঈম নিজের অর্জনকে বড় করে দেখছেন না, বরং বোলিংয়ের প্রক্রিয়া মেনে চলায় সাফল্য মিলেছে, এমন মন্তব্য নাথান লায়নকে আইডল হিসেবে দেখা নাঈম। 


দ্বিতীয় দিনের খেলা শেষে নাঈম বলেছেন, 'আমি তো আমার সহজাত ক্রিকেট খেলেছি। আমার কোন লক্ষ্য ছিল না ৫ উইকেট, ১০ উইকেট নিতে হবে। আমি চেষ্টা করেছি ঠিক প্রক্রিয়া মেনে চলতে। জাতীয় লিগে সর্বোচ্চ উইকেট পেয়ে এসেছি। ওই অভিজ্ঞতা আমার অবশ্যই কাজে লেগেছে।' 


আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা ভালো হলেও ক্রিকেটকে সহজ চোখে দেখতে চান নাঈম। ব্যাটিং কিংবা বোলিং, কোন জড়তার বালাই নেই। তাঁর ভাষায় ক্রিকেটের সেই সরলতার ছোঁয়াই পাওয়া যায়। 'আমরা তো খেলোয়াড়। ক্রিকেট তো খেলতেই হবে। জড়তা নিয়ে খেললেও খেলতে হবে, জড়তা না থাকলেও খেলতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball