২০০'র উপর লক্ষ্য কঠিন হবেঃ ডওরিচ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চট্টগ্রাম টেস্টের চতুর্থ ইনিংসে ২০০'র উপর লক্ষ্য তাড়া করা কঠিন হবে। সংবাদ সম্মেলনে এসে এমনই জানিয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যান শেন ডওরিচ।
দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারালেও ১৩৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তাই তৃতীয় দিন বাংলাদেশের লক্ষ্য থাকবে সফরকারীদের ২০০'র উপর টার্গেট দেয়া।

দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত মোট ১৭ উইকেট পড়েছে তিন ইনিংস মিলিয়ে। আর সবকটি উইকেট নিয়েছেন স্পিনাররা। উইকেট থেকে স্পিনাররা যে পরিমান সুবিধা পাচ্ছেন সেই হিসেবে তার কাছে এই উইকেটে ২০০'র উপর লক্ষ্য তাড়া করা কঠিন হবে। তার মতে,
'উইকেট থেকে স্পিনাররা যে পরিমাণ সুবিধা পাচ্ছে তাতে চতুর্থ ইনিংসে দুইশোর উপর রান তাড়া করা কঠিন হয়ে যাবে যে কোন দলের জন্যই'
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি ছিল স্পিনারদের। দুই দলের কোন ব্যাটসম্যানই স্পিনারদের বিপক্ষে সুবিধা করতে পারেন নি। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ।