পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়লেন এনগিডি

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
কমপক্ষে তিন মাসের জন্য ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডিকে। হাঁটুর ইনজুরির কারণে তাঁকে দীর্ঘ সময়ের বিশ্রাম দিয়েছেন চিকিৎসক, বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকান দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজি।
যার ফলে ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য সিরিজে খেলার সম্ভাবনা একদমই নেই পেস বোলারের। সাথে তাঁদের ঘরোয়া টি-টুয়েন্টি লীগ এমজানসি লীগেও আর অংশ নিতে পারছেন না ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

গত ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় কিছুটা খারাপ অনুভব করেছিলেন এনগিডি। চিকিৎসকের শরণাপন্ন হয়ে হাঁটুর ইনজুরির কথা জানা যায় এবং তাঁকে ১২ সপ্তাহের বিশ্রাম দেয় চিকিৎসক।
'গত রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় খারাপ অনুভব করছিল লুঙ্গি। তাঁকে পরীক্ষার-নিরীক্ষার জন্য হাঁটু বিশেষজ্ঞের কাছে দেখানো হয়েছিল এবং সে পর্যন্ত জানা গেছে তাঁর ডান হাঁটুর লিগামেন্টে ইনজুরি রয়েছে।'
'এই ইনজুরির জন্য তাঁকে কমপক্ষে ১২ মাসের বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি পুনর্বাসনের মাধ্যমে সফলভাবে খেলায় ফিরে আসতে সক্ষম হবে সে,' বলেছিলেন প্রোটিয়া ম্যানেজার মোহাম্মদ মোসাজি।
এনগিডি গত বছর ওয়ানডেতে আফ্রিকান সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন। ২৩.০৩ গড়ে ২৬ উইকেট নিয়েছিলেন তিনি। এনগিডিকে ২০১৯ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পাওয়ার সম্ভাবনা রয়েছে।