ঘরের মাঠে হাজারি ক্লাবে মমিনুল

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চট্রগ্রামে ঘরের মাঠে এক হাজার রানের মাইলফলক ছুঁলেন বাঁহাতি ব্যাটসম্যান মমিনুল হক। দ্বিতীয় ইনিংসে সপ্তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার রোস্টন চেজকে চার মেরে এই তালিকায় জায়গা করে নেনে ২৭ বছর বয়সী মমিনুল।
এখন পর্যন্ত চট্টগ্রামে আট টেস্টে ৮৩ গড়ে মমিনুলের সংগ্রহ ১০০১ রান। কিন্তু নিজের রান বাড়াতে পারেননি মমিনুল। লেগ বিফরের ফাঁদে পড়ে আউট হয়েছেন রোস্টন চেজের সেই ওভারেই।
এরই সাথে স্পর্শ করেছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বপ্রথম এক হাজার রানের মাইলফলক ছোঁয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। ১৫ টেস্টে ৪৫ গড়ে এখন পর্যন্ত মুশফিকের রান ১১০০*।
যেখানে মুশফিকের শতক সংখ্যা একটি এবং অর্ধশতক আছে সাতটি। এদিকে চট্রগ্রামের মাঠে ইতিমধ্যেই অবিশ্বাস্য রেকর্ডে নাম লিখিয়েছেন মমিনুল হক।

তাঁর টেস্ট ক্যারিয়ারের সাতটি শতকের মধ্যে পাঁচটিই এসেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ক্যারিয়ার সেরা ১৮১ রানে ইনিংসটি এই মাঠেই খেলেছেন মমিনুল হক।
উইন্ডিজ দলের বিপক্ষে প্রথম টেস্টেও ভালো সূচনা করেছেন তিনি। প্রথম ইনিংসে খেলেছিলেন ১২০ রানের ইনিংস।জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিক এবং মমিনুলের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
১৪টি টেস্টে ৩৩.১৮ গড়ে ৮৯৬ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ১টি শতক এবং ৭টি অর্ধশতক।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেরা রান সংগ্রাহকের তালিকাঃ
১। মুশফিকুর রহিম- ১১০০*( (১৫* টেস্টে)
২। মমিনুল হক- ১০০১ (৮ টেস্টে)
৩। তামিম ইকবাল- ৮৯৬ (১৪ ম্যাচে)
৪। সাকিব আল হাসান- ৭০৭ (১৫* ম্যাচে)
৫। কুমার সাঙ্গাকারা- ৫৯৮ (৩ ম্যাচে)