promotional_ad

অল আউট বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ৩২৪ অল আউট; মমিনুল ১২০, ওভার-৯২.৪ (গ্যাব্রিয়েল ৭০/৪)


টসঃ বাংলাদেশ


চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন সকালে ৩২৪ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। আগের দিন ৫৬ রানের জুটি গড়ে দিন শেষ করা নাঈম-তাইজুল এদিন মাত্র ৯ রান যোগ করেছেন স্কোরবোর্ডে। দলীয় ৩২৪ রানে ২৬ রান করা নাঈমকে বিদায় করার পর মুস্তাফিজকেও ০ রানে বিদায় করেন ওয়ারিকেন।


অপরপ্রান্তে থাকা তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ৩৯ রানে। শ্যানন গ্যাব্রিয়েল এবং জোমেল ওয়ারিকেন নেন ৪টি করে উইকেট। এর আগে প্রথম দিন উত্থান-পতনের মধ্যে দিয়ে পার করেছিল বাংলাদেশ।


promotional_ad

প্রথম দুই সেশনে ব্যাট হাতে দাপট দেখালেও শেষ সেশনে উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের এক স্পেলে লন্ডভন্ড হয়ে যায় বাংলাদেশের মিডেল অর্ডার। শেষ বেলায় দলের হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। 


দুজনের ৫৬ রানের জুটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৫ রান। দলের পক্ষে এদিন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি হাকিয়েছেন মমিনুল হক। যদিও ব্যক্তিগত ১২০ রানে বিদায় নিতে হয়েছে তাকে। সফরকারীদের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল একাই নিয়েছেন ৪টি উইকেট।


এদিকে দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের সিদ্ধান্তে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যক্তিগত ০ রানে সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য সরকার।


সৌম্য বিদায় নেয়ার পর ইমরুলের সঙ্গে হাল ধরার চেষ্টা করেছেন মমিনুল। যদিও দুইবার জীবন পেয়েছেন ইমরুল। কিন্তু তারপরও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন এই ওপেনার। দুজনের ১০৪ রানের জুটি ভেঙ্গেছেন জোমেল ওয়ারিকেন। ইমরুল বিদায় নেন ৪৪ রান করে।


লাঞ্চের পর মোহাম্মাদ মিথুন ব্যক্তিগত ২০ রানে অহেতুক শট খেলে উইকেট বিলিয়ে দিলেও সাকিবের সঙ্গে জুটি বেঁধে মমিনুল তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক।


ইনিংসের ৫০ তম ওভারে ক্যারিবিয়ান স্পিনার রস্টন চেজের করা তৃতীয় বলটি বাউন্ডারি পার করে শতক হাঁকান ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। আর এরই সাথে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টানা তিন টেস্টে শতক হাঁকানোর কীর্তি গড়লেন তিনি। এরপর সাকিব এবং মমিনুল মিলে হাল ধরে খেলে চা বিরতিতে যান। 


চা বিরতির পর বাত করতে নেমেই শ্যানন গ্যাব্রিয়েলকে উইকেট বিলিয়ে দেন মমিনুল হক। অফ স্ট্যাম্পের বাইরের বলকে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১২০ রানে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারের শেষ বলে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন মুশফিক। 


এর দুই ওভার পর মাহমুদুল্লাহ রিয়াদকে দুর্দান্ত ডিলেভারিতে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার।একই কান্ড ঘটান অধিনায়ক সাকিবও। গ্যাব্রিয়েলের বলে বোল্ড হয়ে তাঁকেও ফিরতে হয়ে হয় সাজঘরে।


চা বিরতির পর ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মিরাজ ২২ রান করে বিদায় নিলে ৩০০'র নীচে অলআউট হওয়ার শঙ্কা দেখা দেয় বাংলাদেশ শিবিরে। কিন্তু ৮ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে উদ্ধার করেন দুই টেইলেন্ডার ব্যাটসম্যান তাইজুল ইসলাম এবং নাঈম ইসলাম। দুজনের ৫৬ রানের জুটিতে প্রথম দিন পার করেছে বাংলাদেশ। 


বাংলাদেশ একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, নাঈম হাসান।


উইন্ডিজ একাদশঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল,, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball