টি-টেন ক্রিকেটে চার বলে চার উইকেট!

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টেন লীগে টানা চার বলে চার উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়লেন পাকিস্তানের পেসার আমির ইয়ামিন। বৃহস্পতিবার দিন নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়ের ২৯ বলে ৬০ রানের সৌজন্যে আমিরের দল বেঙ্গল টাইগার্স দশ ওভারে ১৩০ রান করে। ওয়ারিয়র্স যখন এই রান তাড়া করতে নামে তখন নবম ওভারে বল করতে এসে প্রথম চার বলে টানা চার জনকে ফেরান তিনি।

তাঁর বলে একে একে ফিরে যান লেন্ডল সিমন্স, রভম্যান পাওয়েল, রবি বোপারা এবং হারদুস ভিজোইন। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ৩৬ রানের জয় পেয়েছে তাঁর দল বেঙ্গল টাইগার্স।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে গত বুধবার পর্দা উঠেছে টি-টেন লিগের এবারের আসরের। আর উদ্বোধনের দ্বিতীয় দিনের মধ্যেই দারুণ দুইটি রেকর্ড হয়ে গিয়েছে এই আসরে।
বৃহস্পতিবার আলোচনায় এলেন আমির ইয়ামিন। এর আগে উদ্বোধনি দিনে দারুণ এক ইনিংস খেলে আলোচনায় এসেছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।
সিন্ধিসের বিপক্ষে তিনি মাত্র ১৬ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। ১৬ বলের মধ্যে ১৪টি বলেই বাউন্ডারি হাঁকান শাহজাদ।
তার মধ্যে চার ছিল ছয়টি। আর ছক্কা ছিল আটটি। বাউন্ডারি থেকেই তিনি পেয়েছেন ৭২ রান। দুই রান এসেছে সিঙ্গেল থেকে।