promotional_ad

টি-টেন ক্রিকেটে চার বলে চার উইকেট!

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টেন লীগে টানা চার বলে চার উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়লেন পাকিস্তানের পেসার আমির ইয়ামিন। বৃহস্পতিবার দিন নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।


প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়ের ২৯ বলে ৬০ রানের সৌজন্যে আমিরের দল বেঙ্গল টাইগার্স দশ ওভারে ১৩০ রান করে। ওয়ারিয়র্স যখন এই রান তাড়া করতে নামে তখন নবম ওভারে বল করতে এসে প্রথম চার বলে টানা চার জনকে ফেরান তিনি।



promotional_ad

তাঁর বলে একে একে ফিরে যান লেন্ডল সিমন্স, রভম্যান পাওয়েল, রবি বোপারা এবং হারদুস ভিজোইন। তাঁর দুর্দান্ত বোলিংয়ে ৩৬ রানের জয় পেয়েছে তাঁর দল বেঙ্গল টাইগার্স।  


উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে গত বুধবার পর্দা উঠেছে টি-টেন লিগের এবারের আসরের। আর উদ্বোধনের দ্বিতীয় দিনের মধ্যেই দারুণ দুইটি রেকর্ড হয়ে গিয়েছে এই আসরে।


বৃহস্পতিবার আলোচনায় এলেন আমির ইয়ামিন। এর আগে উদ্বোধনি দিনে দারুণ এক ইনিংস খেলে আলোচনায় এসেছেন আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।



সিন্ধিসের বিপক্ষে তিনি মাত্র ১৬ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। ১৬ বলের মধ্যে ১৪টি বলেই বাউন্ডারি হাঁকান শাহজাদ। 


তার মধ্যে চার ছিল ছয়টি। আর ছক্কা ছিল আটটি। বাউন্ডারি থেকেই তিনি পেয়েছেন ৭২ রান। দুই রান এসেছে সিঙ্গেল থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball