অস্ট্রেলিয়া আত্মবিশ্বাসী, দৃঢ়প্রতিজ্ঞ ভারত

ছবি: ছবিঃ- গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে মাত্র চার রানের ব্যবধানে হারের ক্ষত এখনও শুকায়নি ভারতের। শুক্রবার দিন মেলবোর্নে বাংলাদেশ সময় বেলা ১.৫০ মিনিটে শুরু হওয়া ম্যাচটি তাই বিশেষ গুরুত্বের সঙ্গেই নিয়েছে ভারত।
'এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আমাদের সব বোলারকে লক্ষ্য করে আগাতে হয়েছে। আমাদের বেশি সময় ছিল না। আমরা শুধু অ্যাডাম জাম্পাকে লক্ষ্য করে এগিয়েছি কিন্তু সে আমাদের আউট করে দিয়েছে। পরের ম্যাচে আমরা তাঁর বিপক্ষে ভাল কোন পরিকল্পনা করব।'
সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের ওপেনার শিখর ধাওয়ান। এদিকে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দীর্ঘদিন পরে এই জয় আত্মবিশ্বাস এনে দিচ্ছে অস্ট্রেলিয়ান শিবিরেও।

'আমাদের দলে ভাল কিছু স্মৃতি আছে। গত বছরে আমরা টি-টুয়েন্টিতে দারুণ খেলেছিলাম। আমরা অবশ্যই ভাল ফর্মে ছিলাম এবং তা বেশিদিন আগে না। সময় আমাদের পক্ষে নেই হয়তো, কিন্তু আমরা জানি যে আমরা এখনও একটি ভাল দল।'
ম্যাচের আগে এমনটা জানিয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। গত ম্যাচে জয় পেয়ে অস্ট্রেলিয়া দল যে কিছুটা হলেও হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এমনটাই প্রতীয়মান হয় এই কথায়।
এদিকে এই ম্যাচে একাদশ থেকে বাদ যেতে পারেন ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। তাঁর জায়গায় অতিরিক্ত আরেকজন বোলার নিয়ে খেলতে পারে ভারত।
যদিও এমনটা নিছকই গুঞ্জন। তবে অস্ট্রেলিয়া দলে একাদশ পরিবর্তনের আভাস মেলেনি।
সম্ভাব্য একাদশঃ-
অস্ট্রেলিয়াঃ- অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডা'রসি শর্ট, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, বেন ম্যাকডারমট, অ্যালেক্স কারি (উইকেটরক্ষক), এন্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জেসন বেহরেনড্রফ, বিলি স্ট্যানলেক।
ভারতঃ- শিখর ধাওয়ান, রোহিত শর্মা, ভিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, রিশভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ক্রুনাল পান্ডিয়া/ যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ।