promotional_ad

হোয়াইটওয়াশ এড়ানোর মিশন লঙ্কানদের

ছবিঃ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে শুক্রবার মাঠে নামছে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায়।


সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার তাদের লক্ষ্য হোয়াইটওয়াশ। অন্য দিকে, এই ম্যাচ ড্র অথবা জিতে মান বাঁচানোই লক্ষ্য লঙ্কানদের।


এই ম্যাচে নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমালকে পাচ্ছে না শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্টে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন চান্দিমাল। ফলে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন তিনি। 


promotional_ad

তৃতীয় টেস্টের আগে পুরোপুরি সেরে উঠতে না পারায় এই ম্যাচেও খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। তার বদলি হিসেবে লঙ্কান দলে যোগ দিয়েছেন আরেক ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা।


তাছাড়া, দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও লঙ্কানদের নেতৃত্ব দেবেন পেসার সুরাঙ্গা লাকমল। এদিকে, দলের অন্যতম সেরা স্পিনার আকিলা ধনঞ্জয়াকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামতে হচ্ছে শ্রীলঙ্কাকে।


সিরিজের প্রথম ম্যাচেই তার বিরুদ্ধে নিষিদ্ধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছিল। দল যেদিন ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ঠিক ঐদিনই অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন ধনঞ্জয়া।


ইংল্যান্ড দল অবশ্য বেশ স্বস্তি নিয়েই এই ম্যাচে মাঠে নামবে। দলের সেরা পেসার জেমস অ্যান্ডারসনকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে ইংলিশ দলের নির্বাচকরা। তার পরিবর্তে দেখা যেতে পারে আরেক পেসার স্টুয়ার্ট ব্রডকে।


শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): দীমুথ করুনারত্নে, দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, রোশেন সিলভা, নিরশান ডিকওয়েলা (উইকেটকিপার), দিলরুওয়ান পেরেরা, সু্রাঙ্গা লাকমল (অধিনায়ক), লক্ষন সন্দাকান এবং মালিন্দা পুষ্পকুমারা।


ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): ররি বার্নস, কেটন জেনিস, জনি বাইরস্টো, জো রুট (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, বেন ফোকস (উইকেটরক্ষক), আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড এবং জ্যাক লিচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball