ভয়ঙ্কর গ্যাব্রিয়েলের প্রশংসায় ওয়ারিকান

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


লাঞ্চের পর একই স্পেলে বাংলাদেশের চার ব্যাটসম্যানকে বিদায় করেন উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ১৩ রানে চার বাংলাদেশী ব্যাটসম্যানকে ডাগ আউটে ফেরত পাঠান গ্যাব্রিয়েল।


ফলে হঠাৎ করেই ছন্দপতন হয় টাইগারদের ইনিংসে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে তাই নিজ দলের পেসার গ্যাব্রিয়েলকে প্রশংসায় ভাসিয়েছেন উইন্ডিজ স্পিনার জমেল ওয়ারিকান।


'অবশ্যই সকাল থেকে চা বিরতি পর্যন্ত বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল। তাই আমার মনে হয় সেই চারটি উইকেট দ্রুত শিকার করতে শ্যানন খুবই ভাল বল করেছে। সে আমাদের ম্যাচে ফিরিয়েছে। 


promotional_ad

'আমার মনে হয় শ্যাননের পেস দারুণ কাজ করছে। সে অনেক লম্বা, তাই পেসের সঙ্গে তাঁর উচ্চতাও আছে যা বিরল। সে সবসময় ভাল জায়গায় বল ফেলতে পারছে। অর্থাৎ, সে যে শুধু দ্রুত বল করে সেটাই নয়, সে যথেষ্ট শৃঙ্খলভাবেই বোলিং করছে। ফাস্ট বোলারদের জন্য এটা গুরুত্বপূর্ণ।'


উল্লেখ্য, চা বিরতির পরে ব্যাট করতে নেমেই গ্যাব্রিয়েলকে উইকেট বিলিয়ে দেন মমিনুল হক। অফ স্ট্যাম্পের বাইরের বলকে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১২০ রান করে সাজঘরে ফেরেন মমিনুল।


একই ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পরে বিদায় নেন মুশফিকুর রহিমও। এর দুই ওভার পর মাহমুদুল্লাহ রিয়াদকে দুর্দান্ত ডিলেভারিতে বোল্ড করে সাজঘরে ফেরান গ্যাব্রিয়েল। তারপরে সাকিবকেও বোল্ড করে ফেরান তিনি। 


দলীয় ২৫৯ রানে আট উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে পুনরায় উদ্ধার করেন দুই টেলএন্ডার ব্যাটসম্যান তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। দুজনের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে প্রথম দিন পার করেছে বাংলাদেশ।


নাঈম-তাইজুলের জুটি প্রসঙ্গে ওয়ারিকান জানান, 'দুর্ভাগ্যবশত দল হিসেবে তাঁরা ভালোভাবেই শেষ করেছে। একইসাথে ম্যাচের নিয়ন্ত্রণ তাঁদের দিকেই নিয়ে গিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball