বোলাররা ম্যাচে ফেরাল সেন্ট্রাল জোনকে

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগের দিন মাঝারী মানের সংগ্রহ করে অলআউট হলেও ম্যাচে নিজেদের অস্তিত্ব ভালোভাবেই টিকিয়ে রেখেছে সেন্ট্রাল জোন। নিজেরা গতকাল ২৮২ রানে অলআউট হওয়ার পরে বৃহস্পতিবার দিন সাউথ জোনকেও ২৮১ রানে অলআউট করে দিয়েছে সেন্ট্রাল জোন।
সেন্ট্রাল জোনের হয়ে বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল এদিনে চারটি উইকেট শিকার করেছেন। দুটি করে উইকেট শিকার করেছেন রবিউল হক এবং শহিদুল ইসলাম।
আগের দিন বিনা উইকেটে ২৯ রানে থাকা সাউথ জোন এদিনে নিজেদের প্রথম উইকেট হারায় দলীয় ৭২ রানে। ব্যক্তিগত ৩১ রান করে ফিরে যান ওপেনার এনামুল হক বিজয়।

এরপরে আরেক ওপেনার শাহরিয়ার নাফিস ফেরেন ১২ চারে ৭১ রান করে। সাউথ জোনের হয়ে এদিনে মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন ফজলে মাহমুদ রাব্বি।
১৩ চারে ৯৪ রান করে রবিউল হকের শিকার হয়ে ফেরেন তিনি। শেষ দিকে পেসার রুবেল হোসেনের ৩০ রান ছাড়া উল্লেখ করার মতো রান করেননি দলের বাকী কোন ক্রিকেটার।
দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে সেন্ট্রাল জোন। হাতে সব কয়টি উইকেট রেখে তিন রানের লিড নিয়েছে তাঁরা।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- সাউথ জোন (ফিল্ডিং)
সেন্ট্রাল জোন প্রথম ইনিংসঃ- ২৮২/১০
(মজিদ ১৪১*, শহীদুল ৫৮, শান্ত ২৩; আল আমিন ৩/৬৫, রাজ্জাক ৩/৭০)
সাউথ জোন প্রথম ইনিংসঃ- ২৮১/১০
(ফাজলে ৯৪, নাফিস ৭১, বিজয় ৩১; মোশাররফ ৪/৫৩)
সেন্ট্রাল জোন দ্বিতীয় ইনিংসঃ- ২/০
(লিটন ২*)
হাতে সব কয়টি উইকেট রেখে তিন রানের লিড নিয়েছে সেন্ট্রাল জোন।