দোষ আমারঃ মমিনুল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভালো অবস্থানে থেকেই চা বিরতির পর খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ১২০ রানে মমিনুল হক শ্যানন গ্যাব্রিয়েলের ছোড়া অফ স্ট্যাম্পের বাইরের বলকে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দেন।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারে নি বাংলাদেশের মিডেল অর্ডার। ১৩ রানের মধ্যে সাজঘরে ফিরেছেন ৪ টাইগার ব্যাটসম্যান। ভালো অবস্থানে থাকা বাংলাদেশ গ্যাব্রিয়েলের এক স্পেলে চলে যায় ব্যাকফুটে।
আর সেজন্য নিজেকেই দুষছেন মমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যান মনে করেন, বাজে শটটা না খেললে হয়তো আরও ভালো অবস্থানে থাকতে পারত দল। সাকিব, রিয়াদ এবং মুশফিকদেরও হুট করে এমন পরিস্থিতিতে পড়তে হত না। মমিনুল বলেন,

'দেখেন আমি ওই বাজে শটটা যদি না খেলতাম, দোষটা মনে হয় পুরোটাই আমার নিজের। ও হয়তো ওই স্পেলে আরও দুই ওভার বল করতো। আমি যদি আউট না হতাম, তাহলে আরও দুইটি উইকেট হয়তো পড়ত না।
মুশফিক ভাই, রিয়াদ ভাই হয়তো আউট হতো না, সাকিব ভাই, মিরাজও আউট হতো না। দিন শেষে আমরা আরও ভালো অবস্থানে থাকতাম।'
প্রথম দিন দুই সেশন ব্যাট হাতে দাপট দেখালেও শেষ সেশনে শ্যানন গ্যাব্রিয়েলের তোপের মুখে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ বিকেলে তাইজুল ইসলাম এবং নাঈম হাসানের জুটিতে ৮ উইকেটে ৩১৫ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।