তাইজুল-নাঈমের প্রতিরোধ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৩১৫/৮; নাঈম ২৪* তাইজুল ৩২* ওভার-৮৮ (গ্যাব্রিয়েল ৫৯/৪)
নাঈম-তাইজুলের জুটিঃ ৮ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে উদ্ধার করেন দুই টেইলেন্ডার ব্যাটসম্যান তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। দুজনের ৫৬ রানের জুটিতে প্রথম দিন পার করেছে বাংলাদেশ।
ফিরলেন মিরাজঃ ৭ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে নাঈম হাসানের সঙ্গে হাল ধরে খেলছিলেন মিরাজ। কিন্তু ব্যক্তিগত ২২ রানে ওয়ারিকেনের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন তিনি। তবে মিরাজ ফিরলেও দুইবার রিভিউ নিয়ে বেঁচেছেন তাইজুল ইসলাম।
গ্যাব্রিয়েলের চার উইকেটঃ লাঞ্চের পর এক স্পেলে বাংলাদেশের চার ব্যাটসম্যানকে বিদায় করেন এই পেসার। মুশফিকম মমিনুল, রিয়াদকে ফেরানোর পর সাকিবকেও বোল্ড করে বিদায় করেন তিনি। ১৩ রানে ৪ বাংলাদেশী ব্যাটসম্যানকে ডাগ আউটে ফেরত পাঠান গ্যাব্রিয়েল।
লন্ডভন্ড বাংলাদেশের মিডেল অর্ডারঃ চা বিরতির পর বাত করতে নেমেই শ্যানন গ্যাব্রিয়েলকে উইকেট বিলিয়ে দেন মমিনুল হক। অফ স্ট্যাম্পের বাইরের বলকে মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১২০ রানে সাজঘরে ফেরেন তিনি। একই ওভারের শেষ বলে লেগ বিফরের ফাঁদে পরে বিদায় নেন মুশফিক। এর দুই ওভার পর মাহমুদুল্লাহ রিয়াদকে দুর্দান্ত ডিলেভারিতে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার।

মমিনুলের শতকঃ উইন্ডিজদের বিপক্ষে নিজের টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক তুলে নিয়েছেন টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। ইনিংসের ৫০ তম ওভারে ক্যারিবিয়ান স্পিনার রস্টন চেজের করা তৃতীয় বলটি বাউন্ডারি পার করে শতক হাঁকান ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। আর এরই সাথে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টানা তিন টেস্টে শতক হাঁকানোর কীর্তি গড়লেন তিনি। এরপর সাকিব এবং মমিনুল মিলে হাল ধরে খেলে চা বিরতিতে যান।
ফিরলেন মিঠুনঃ উইন্ডিজ বোলারদের দেখেশুনেই খেলছিলেন মোহাম্মদ মিঠুন। লাঞ্চের পর নেমে মমিনুলের সাথে ভাল জুটিও গড়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে ফিরলেন এই ডানহাতি ব্যাটসম্যান। বিশুর লেগ স্পিনকে স্লগ করে মারতে গিয়ে টপ এজ হয় তাঁর। উইকেটরক্ষক ডাওরিচের কোন অসুবিধাই হয়নি ক্যাচটি লুফে নিতে। ৫০ বলে ২০ রান করে সাজঘরে ফিরে গেছেন মিঠুন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
রক্ষা পেলেন মমিনুলঃ ৩৫তম ওভারের শেষ বলে উইকেটরক্ষক শেন ডাওরিচের হাতে জীবন পেলেন মমিনুল হক। ৬৭ রানে ব্যাটিং করছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দেবেন্দ্র বিশুর স্পিনে পরাস্ত হয়েছিলেন মমিনুল। বিশুর করা অফ স্ট্যাম্পের বাইরের বলটি আউট সাইড অফে পুশ করতে গিয়েছিলেন মমিনুল। কিন্তু স্পিনে পরাস্ত হয়ে ব্যাটের কানায় লাগে বলটি। কিন্তু ক্যাচটি গ্লাভস বন্ধী করতে ব্যর্থ হন ক্যারিবিয়ানদের উইকেটরক্ষক। এদিকে লাঞ্চের পর নতুন ব্যাটসম্যান হিসেবে নামা ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন দারুণ ব্যাটিং করে যাচ্ছেন। ইতিমধ্যে ১৪ রান তুলে নিয়েছন তিনি।
লাঞ্চ বিরতির আগে উইকেট ছুঁড়ে দিলেন ইমরুলঃ লাঞ্চ বিরতির মাত্র এক মিনিট আগে জোমেল ওয়ারিকেনের করা ২৭তম ওভারের পঞ্চম বলটি শর্ট লেগে সোজা খেলতে গিয়ে সুনীল আমব্রিসের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। ফলে ৪৪ রান করা এই ব্যাটসম্যানকে ফিরতে হয় অর্ধশতক না পাওয়ার আক্ষেপ নিয়ে। ইমরুল আউট হওয়ার পর পরই লাঞ্চ বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।
মমিনুলের দুর্দান্ত অর্ধশতকঃ উইন্ডিজদের বিপক্ষে আজ শুরু থেকেই দারুণ ব্যাটিং করে যাচ্ছেন টাইগারদের অভিজ্ঞ টেস্ট ব্যাটসম্যান মমিনুল হক। এরই মধ্যে নিজের ১৩তম অর্ধশতক তুলে নিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান। রস্টন চেজের করা ২৪তম ওভারের তৃতীয় বলটি লং অফ অঞ্চলে ঠেলে দিয়ে এক রান নেন মমিনুল। আর এরই সাথে আরেকটি অর্ধশতকে নাম লেখান তিনি। বর্তমানে ক্রিজে ৫৩ রানে ব্যাট করছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আরেকটি জীবন পেলেন ইমরুলঃ জোমেল ওয়ারিকেনের করা ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে ডিপ স্কয়ার অঞ্চলে উড়িয়ে মারতে যান ওপেনার ইমরুল কায়েস। কিন্তু বলটি ধরা পড়ে শ্যানন গ্যাব্রিয়েলের হাতে। তবে এরপরেও বেঁচে গিয়েছেন ইমরুল বলটি নো হওয়ার কারণে।
ইমরুলের প্রথম জীবনঃ টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞতা দিয়ে। কিন্তু সেই জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটাই মোক্ষম বিষয়। কেননা তাঁর ব্যাটিং বলে দিচ্ছে নড়বড়ে অবস্থানে আছেন তিনি। কেমার রোচের বলে প্রথম জীবন পান এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় স্লিপে বাঁহাতি এই ওপেনারের ক্যাচ ছেড়েছেন রোস্টন চেইস। কেমার রোচের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল পুশ করতে চেয়েছিলেন ইমরুল। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি চেইস। সে সময় ৩ রানে ব্যাট করছিলেন ইমরুল।
সৌম্যর বিদায়ঃ এক বছর পর বাংলাদেশের হয়ে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। মাত্র দুই বলে খেলেই আউট হয়েছেন তিনি। শূন্য রানে সৌম্যকে ফেরান কিমার রোচ। রাউন্ড দা উইকেট বোলিং করা ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সৌম্য। সুইং করে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার শেন ডাওরিচের গ্লাভসে।
ক্রিজে রয়েছেন ইমরুল এবং মমিনুল।
টসঃ টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বাংলাদেশ একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর ইসলা???, নাঈম হাসান।
উইন্ডিজ একাদশঃ ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল,, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।