অস্ট্রেলিয়া টেস্ট দলে দুই নতুন মুখ

ছবি: ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার মার্কাস হ্যারিস এবং ক্রিস ট্রেমেইন।
দুই জনই অস্ট্রেলিয়া দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন। অনেকদিন পর দলে আবারও ডাক পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার উসমান খাওয়াজা।
অভিষেক হওয়ার দ্বারপ্রান্তে থাকা হ্যারিস অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল ভিক্টোরিয়ার ওপেনার। দারুণ ফর্মে রয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গত মাসেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটার নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে অপরাজিত থেকে ২৫০ রানের ইনিংস খেলেছেন।

পাশাপাশি শেফিল্ড শিল্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান। এদিকে ক্রিস ট্রেমেইন দলে ডাক পেয়েছেন অজি বোলিং লাইন আপকে আরও শক্তিশালী করার জন্য।
২৭ বছর বয়সী এই ভিক্টোরিয়ান পেসার এখন অবধি টেস্টে অভিষেক করতে পারেননি। তবে ২০১৬ সালে ওয়ানডে অভিষেক হয়েছিল তাঁর। খেলেছেন চারটি ওয়ানডে, যেখানে উইকেট সাতটি।
কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে ট্রেমেইন দুর্দান্ত বোলিং করে থাকেন। সেখানে ৫০টি ম্যাচ খেলে ২০০ উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।
অস্ট্রেলিয়া স্কোয়াডঃ
মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খাওয়াজা, শন মার্শ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, নাথান লিয়ন, ক্রিস ট্রেমেন, পিটার সিডল, পিটার হ্যান্ডসকম্ব।