promotional_ad

বেঁচে গেলেন ইমরুল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ৪৪/১; ইমরুল ১৫*, মমিনুল ২৬*
ওভার ১১, রোচ ১/৫


জীবন পেলেন ইমরুলঃ


টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞতা দিয়ে। কিন্তু সেই জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটাই মোক্ষম বিষয়। কেননা তাঁর ব্যাটিং বলে দিচ্ছে নড়বড়ে অবস্থানে আছেন তিনি।


কেমার রোচের বলে জীবন পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। দ্বিতীয় স্লিপে বাঁহাতি এই ওপেনারের ক্যাচ ছাড়লেন রোস্টন চেইস।


promotional_ad

কেমার রোচের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বল পুশ করতে চেয়েছিলেন ইমরুল। ব্যাটের কানায় লেগে আসা সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি চেইস। সে সময় ৩ রানে ব্যাট করছিলেন ইমরুল।


সৌম্যর বিদায়ঃ


এক বছর পর বাংলাদেশের হয়ে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। মাত্র দুই বলে খেলেই আউট হয়েছেন তিনি।


শূন্য রানে সৌম্যকে ফেরান কিমার রোচ। রাউন্ড দা উইকেট বোলিং করা ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সৌম্য। সুইং করে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার শেন ডাওরিচের গ্লাভসে।


ক্রিজে রয়েছেন ইমরুল এবং মমিনুল।


টসঃ


টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।


বাংলাদেশ একাদশঃ


সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, নাঈম হাসান।


উইন্ডিজ একাদশঃ


ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল,, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball