শুরুতেই সৌম্যর বিদায়

ছবি: ছবি- সংগৃহীত

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২২/১; ইমরুল ৩*, মমিনুল ১৮*
ওভার ৬, রোচ ১/৫
সৌম্যর বিদায়ঃ
এক বছর পর বাংলাদেশের হয়ে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। মাত্র দুই বলে খেলেই আউট হয়েছেন তিনি।
শূন্য রানে সৌম্যকে ফেরান কিমার রোচ। রাউন্ড দা উইকেট বোলিং করা ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল ডিফেন্স করতে চেয়েছিলেন সৌম্য। সুইং করে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার শেন ডাওরিচের গ্লাভসে।

ক্রিজে রয়েছেন ইমরুল এবং মমিনুল।
টসঃ
টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, তাইজুর ইসলাম, নাঈম হাসান।
উইন্ডিজ একাদশঃ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল,, শিমরন হেটমায়ার, শাই হোপ, কাইরন পাওয়েল, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন।