দশ ওভারের ক্রিকেটকে অলিম্পিকে চান মরকেল

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টেন ক্রিকেটকে অলিম্পিক গেমসের মতো বড় আসরে দেখতে চান সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার মর্নে মরকেল। বুধবার দিন আরব আমিরাতে শুরু হয়েছে টি-টেন লীগের এবারের আসর। আসরটি নিয়ে মরকেল জানান,
'আমি মনে করি ফরম্যাটের এই বিবর্তন থাকা দরকার। আমি এটাকে (টি-টেন ক্রিকেট) আরও বড় পরিসরে দেখতে চাই। আশা করি, ভবিষ্যতে অলিম্পিকে এমন ক্রিকেট ম্যাচ দেখা যাবে।'

এবারের আসরে বেঙ্গল টাইগার্স দলের হয়ে খেলবেন মরকেল। দশ ওভারের ক্রিকেট নিয়ে দারুণ উত্তেজিত মরকেল জানান,
'নতুন একটি অধ্যায় শুরু করতে পারায় দারুণ উত্তেজিত। আমি অনেক বেশি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে চাই, তবে এটাও আমার দক্ষতা ঝালাইয়ের জন্য দারুণ একটি প্ল্যাটফর্ম।
'আমি সবসময় চেষ্টা করি আমার খেলা যেন আগের থেকে ভাল হয়। আমি মনে করি এমন জায়গায় আমার দক্ষতা আরও ভালোভাবে ঠিক করতে পারব এবং দলকে শিরোপা জেতাতে পারব।'
মরকেল ছাড়াও বেশ কয়েকজন প্রোটিয়া ক্রিকেটার এবারের টি-টেন লীগে অংশ নিয়েছেন। তাঁরা হলেন ওয়েইন পার্নেল, ক্যামেরুন ডেলপোর্ট, কলিন ইনগ্রাম, হার্দুস ভিলজয়েন ও রাইলি রুশো।