এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান ধাওয়ানের

ছবি: ছবিঃ- পিটিআই

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টুয়েন্টি ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান এখন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের। চলতি বছরে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভারসনের ফরম্যাটে এখন পর্যন্ত ৬৪৮ রান করেছেন তিনি।
বুধবার দিন ব্রিসবেনে অজিদের বিপক্ষে ৪২ বলে ৭৬ রানের দারুণ এক ইনিংস খেলেন ধাওয়ান। আর এই ইনিংস খেলার পথেই স্বদেশী অধিনায়ক ভিরাট কোহলির এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ভাঙেন ধাওয়ান।

২০১৬ সালে খেলা টি-টুয়েন্টি ম্যাচগুলোতে সব মিলিয়ে ৬৪১ রান করেছিলেন কোহলি। এবার সেই রেকর্ডটি ভাঙলেন ধাওয়ান।
তবে চলতি বছরে টি-টুয়েন্টি ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন ভারতীয় সহ অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর রান ৫৬৭, তালিকায় অবস্থান তৃতীয়তে।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন পাক ওপেনার ফখর জামান (৫৭৬ রান)। চতুর্থ অবস্থানে আছেন বাবর আজম (৫৬৩)। চলতি বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও দুইটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
এই দুই ম্যাচে রোহিত শর্মাও ছাড়িয়ে যেতে পারেন ধাওয়ানকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি ম্যাচে অবশ্য জয় পায়নি ভারত। নাটকীয়তার ম্যাচে চার রানে হেরেছে তাঁরা।