চান্দিমালের বদলি গুনাথিলাকা

ছবি: দানুশকা গুনাথিলাকা

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক দীনেশ চান্দিমাল। ফলে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছিলেন তিনি।
তৃতীয় টেস্টের আগে পুরোপুরি সেরে উঠতে না পারায় খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। তার বদলি হিসেবে লঙ্কান দলে ডাক পেয়েছেন আরেক ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা।

একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গুনাথিলাকার অন্তভূক্তির খবরটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। দ্বিতীয় ম্যাচের মতো এই ম্যাচেও লঙ্কানদের নেতৃত্বভার থাকছে সুরাঙ্গা লাকমলের কাঁধে।
এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হাতছাড়া করেছে লঙ্কানরা। গল টেস্টে ২১১ রানের বড় হার দিয়ে সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা দল।
এরপর পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে লড়াই জমিয়ে হারে ৫৭ রানে। ফলে তৃতীয় ম্যাচে জিতে হোয়াইটওয়াশ বাঁচানোই লক্ষ্য লঙ্কানদের। অন্যদিকে সিরিজ জিতে নিয়ে অনেকটা ফুরফুরে মেজাজেই মাঠে নামবে ইংল্যান্ড।
শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ৫ টেস্টে ১০ ইনিংসে ব্যাট করে ২৫৯ রান করেছেন গুনাথিলাকা। এই সুযোগ কাজে লাগিয়ে দলে জায়গা পাকা করাই মূল লক্ষ্য এই লঙ্কান ব্যাটসম্যানের।
স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কলম্বোর এসএসসিতে।