বিশ্রামে অ্যান্ডারসন

ছবি: জেমস অ্যান্ডারসন

|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কানদের বিপক্ষে তৃতীয় টেস্টে তারকা পেসার জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দিয়েছে সফরকারী ইংল্যান্ড। কলম্বোতে তার বদলে একাদশে দেখা যেতে পারে আরেক পেসার স্টুয়ার্ট ব্রডকে।
গল ও ক্যান্ডিতে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করে নিয়েছে ইংলিশরা। তাই নিয়মরক্ষার এই ম্যাচে তারকা এই পেসারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এর মধ্যে দিয়ে দীর্ঘ ৬ বছর পর একাদশের বাইরে থাকবেন তিনি। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশের বাইরে ছিলেন অ্যান্ডারসন। এরপর ইংল্যান্ডের খেলে প্রতিটি টেস্টেই একাদশে ছিলেন তিনি।
এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে আগের দুই টেস্টে খেলেননি ব্রড। তবে লঙ্কানদের স্পিনবান্ধব উইকেটে তিনি কতটা সাফল্য পাবেন তা নিয়ে সংশয় থাকছেই। কারণ অ্যান্ডারসন আগের দুই টেস্টে খেলে কেবল একটি উইকেটই নিতে পেরেছেন।
শ্রীলঙ্কা সফরে ইংলিশ স্পিনাররাই ছড়ি ঘুরাচ্ছেন। মঈন আলী ১৪ টি, জেমস লিচ ১৩ টি ও আদিল রশিদের ঝুলিতে গেছে ৭ টি উইকেট। ফলে, বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কায় কেমন আধিপত্য বিস্তার করছে ইংলিশ স্পিনাররা।
নিজের বাদ পড়া প্রসঙ্গে অ্যান্ডারসন বলেছেন, 'ভাবনাটা হলো, যেহেতু সিরিজ জেতা হয়ে গেছে, তাই এখন বাকিদের পরখ করে নেওয়ার পালা। টিম ম্যানেজমেন্ট চাইছে ব্রড যেন টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যায়।'