শেষ উইকেট জুটিতে রক্ষা সেন্ট্রাল জোনের

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসর শুরুর দিনে আব্দুল মজিদের সেঞ্চুরির পরেও ২৮২ রানে অলআউট হয়েছে সেন্ট্রাল জোন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এরপরে ব্যাট করতে নেমে সাউথ জোন সংগ্রহ করেছে বিনা উইকেটে ২৯ রান। ২৫৩ রানে পিছিয়ে থেকে, সবকয়টি উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে তাঁরা।

টসে হেরে ব্যাট করতে নামা সেন্ট্রাল জোনের হয়ে এদিনে একাই লড়েছেন আবদুল মজিদ। চার নাম্বারে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৪১* রানে অপরাজিত ছিলেন তিনি।
তাঁর ১৩ টি চার ও তিনটি ছক্কায় সাজানো এই ইনিংসকে সঙ্গ দিতে পারেননি দলের বাকী কোন ব্যাটসম্যান। ৭৩ রানে ছয় আর ১৫৮ রানে নয় উইকেট হারানো দলটিকে একাই রক্ষা করেন মজিদ।
অবশ্য শেষ উইকেটে মজিদকে যোগ্য সঙ্গ দিয়েছেন দলের বোলার শহীদুল ইসলাম। ১২৪ রানের জুটি গড়েছেন এই দুজন। আট চার ও দুই ছক্কায় শহীদুল করেন ৫৮ রান।
সাউথ জোনের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আল আমিন হোসেন আর আব্দুর রাজ্জাক। এছাড়া দুইটি উইকেট শিকার রুবেল হোসেনের। একটি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম এবং মেহেদী হাসান।
প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোরঃ-
টসঃ- সাউথ জোন (ফিল্ডিং)
সেন্ট্রাল জোন প্রথম ইনিংসঃ- ২৮২/১০
(মজিদ ১৪১*, শহীদুল ৫৮, শান্ত ২৩; আল আমিন ৩/৬৫, রাজ্জাক ৩/৭০)
সাউথ জোন প্রথম ইনিংসঃ- ২৯/০
(নাফিস ১৫*, এনামুল ৯)