নাটকীয় ম্যাচে ভারতের পরাজয়

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ ওভারের ১৩ রানের নাটকীয়তায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ৪ রানে জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোইনিসের দারুণ বোলিংয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে বৃষ্টি আইনে ১৭ ওভারে অজিদের করা ১৫৮ রানের সংগ্রহ ভারতের সামনে ১৭৪ রানে পরিণত হয়। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা দুর্দান্ত ছিল ভারতের। যদিও রোহিত শর্মাকে (৭) তাড়াতাড়িই হারিয়েছিল তাঁরা। কিন্তু সেই অভাব বুঝতে দেননি শেখর ধাওয়ান।
৪২ বলে ৭৬ রান নিয়ে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। অজি বোলারদের পাত্তাই দেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০ চার এবং দুই ছয়ে।
লোকেশ রাহুল কিংবা অধিনায়ক ভিরাট কোহলি কেউই ধাওয়ানকে সঙ্গ দিতে পারেননি। লোকেশ ফিরেছেন ১৩ রান করে এবং বহুদিন পর দলের সাথে যোগ দেয়া কোহলি ফিরেছেন মাত্র চার রান করে।
ধাওয়ানের বিদায়ের পর খেলা কিছুটা স্বাগতিকদের দখলে ছিল। কিন্তু তরুণ বাঁহাতি ব্যাটসম্যান রিশাভ পান্ত এবং অভিজ্ঞ দীনেশ কার্তিকের ৫১ রানের জুটি আবারও জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ভারতকে।
কিন্তু শেষের দিকে অজি বোলারদের বিপক্ষে রান নিতে ব্যর্থ ছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান, উইকেটে ছিলেন ক্রুনাল পান্ডিয়া এবং কার্তিক। কিন্তু স্টোইনিসের দুর্দান্ত সব স্লোয়ারে পরাস্ত হয়েছেন দুই জনেই।

দুই জনেই আউট হয়েছেন পরপর দুই বলে। কার্তিক আউট হয়েছেন ১৩ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। শেষ পর্যন্ত ১৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল ভারত এবং ৪ রানে জিতে যায় অস্ট্রেলিয়া।
অজিদের হয়ে সর্বোচ্চ দুই উইকেট করে নিয়েছেন অ্যাডাম জাম্পা এবং স্টোইনিস।
এর আগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল সফরকারীরা। অ্যারন ফিঞ্চ, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টোইনিসের ব্যাটিং তান্ডবে ১৭ ওভারে ১৭৩ রান সংগ্রহ করে তাঁরা।
শুরুতে সাত রান করা ডি'আরচি শর্টের বিদায়ে কিছুটা পিছিয়ে ছিল অজিরা। কিন্তু অধিনায়ক ফিঞ্চ খেলে গেছেন টি-টুয়েন্টি মেজাজেই। তাঁর সাথে তিনে নামা ব্যাটসম্যান লিন ব্যাট হাতে খেলেছিলেন বিধ্বংসী এক ইনিংস।
২৪ বলে ২৭ রান করে ফিরেছিলেন ফিঞ্চ এবং ২০ বলে ৩৭ রান করে আউট হয়েছেন লিন। চারে নেমেছেন আরেক হার্ট হিটার ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। তিনিও ব্যাট হাতে চালিয়েছেন তান্ডব। খেলেছেন ২৪ বলে ৪৬ রানের ইনিংস।
এরপর স্টোইনিস খেলেছেন ১৯ বলে ৩৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত বৃষ্টি বাঁধায় ১৭ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমেছিল অজিদের ইনিংস। যা বৃষ্টি আইনে ১৭৪ হয়। ভারতের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছিলেন কুলদিপ যাদব।
সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ ভারত
অস্ট্রেলিয়াঃ ১৭৩/৪ (১৭ ওভার); (ম্যাক্সওয়েল ৪৬, লিন ৩৭); (কুলদিপ ২/২৪)
ভারতঃ ১৬৯/৬ (১৭ ওভার); (ধাওয়ান ৭৬, কার্তিক ৩০); (স্টোইনিস ২/২৭)
ফলাফলঃ অস্ট্রেলিয়া ৪ রানে জয়ী।