promotional_ad

অভিজ্ঞতায় সাকিবের বাজি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


তামিমের ইনজুরির পর বাংলাদেশের টপ অর্ডার মানেই একটি দুঃস্বপ্নের নাম। তরুণ টপ অর্ডার ব্যাটসম্যানরা বার বারই হতাশ করেছে দলকে। মাঝে মাঝে দলের চাওয়া পূরণ করতে পারেননি অভিজ্ঞ টপ অর্ডাররাও। তবুও অভিজ্ঞদের উপরই আস্থা রাখতে চান টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।


দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি থাকা মানেই দলের ভারসাম্য অনেক গুণ বেড়ে যাওয়া, বিশ্বাস করেন সাকিব। এই অভিজ্ঞরাই দলের বিপর্যয়ে সহায়ক ভূমিকা রাখার ক্ষমতা রাখেন।


'দেখুন এখানে আমরা চেষ্টা করব যারা একটু অভিজ্ঞ প্লেয়ার তাদের সুযোগটাই যেন বেশি থাকে। আমি সবসময় বিশ্বাস করি টেস্টে একটু অভিজ্ঞ প্লেয়ার থাকলে অনেক বেশ সহায়ক ভূমিকা পালন করতে পারে। তারপরও আমরা এখনও সিদ্ধান্ত নেই নি যে আমরা কোন ধরনের কম্বিনেশনে যাব,' ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন (বুধবার) সংবাদ সম্মেলনে বলেছিলেন অধিনায়ক।


promotional_ad

যেখানে বাঁহাতি ব্যাটসম্যান ইমরুল কায়েসের উপর বেশি আস্থা প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যিনি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দেখিয়েছেন নিজের ব্যাটের প্রশস্ততা। তিন ম্যাচ সিরিজে দুইটি শতক ছিল তাঁর।


কিন্তু দুই টেস্টেই ব্যর্থ ছিলেন ইমরুল। চার ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ৫১। তবে সাকিবের বিশ্বাস, ইমরুলকে সুযোগ দিলে সে ভাল করবে, কারণ সে দেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান।


'ইমরুল ওয়ানডে সিরিজে খুব ভালো খেলেছে, দুইটি টেস্ট ম্যাচে তেমন রান করেনি, ও ওয়ানডেতে ভালো ফর্মে ছিল, আমার মনে হয় ও সুযোগ পেলে ভালো করবে।'


পাশাপাশি প্রথম দলে ডাক পাওয়া ২৩ বছর বয়সী সাদমান ইসলামও দারুণ ফর্মে রয়েছেন। জাতীয় লিগে দুর্দান্ত পারফর্মেন্সের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন ১৬৯ বলে ৭৩ রানের ইনিংস। সৌম্য তো ফিরেছেন অসাধারণ ফর্ম নিয়েই।


জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১১৭ রানের ইনিংসের পর উইন্ডিজদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জানান দিয়েছেন নিজের সামর্থ্য। খেলেছেন ৭৮ রানের ইনিংস। তাই দল নির্বাচনে কিছুটা সাহসিকতার পরিচয় দিয়েই নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন দীর্ঘ দিন পর ইনজুরি থেকে ফেরা সাকিব।


'সাদমান প্র্যাকটিস ম্যাচে খুব ভালো করে এসেছে। সৌম্য ফিরে এসেছে ভালোভাবে। তিনজনেরই খুব ভালো সুযোগ আছে। যারাই দল নির্বাচন করবে, আমি হই, কোচ হোক বা নির্বাচকরা, একটু সাহসী মনোভাব থেকে নির্বাচন করতে হবে। একটু অনুমান করতেই হবে কে টেস্ট ম্যাচে আমাদের হয়ে বেশি অবদান রাখতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball