promotional_ad

স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই অস্ট্রেলিয়া বিশ্বমানের দলঃ কোহলি

ভিরাট কোহলি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্ট ও তিন ওয়ানডে সিরিজের আগে বুধবার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত। সিরিজ শুরুর আগে অজিদের সমিহই করছে ভিরাট কোহলির দল।


বল টেম্পারিংয়ের ঘটনার পর থেকে অস্ট্রেলিয়া দলে নিষিদ্ধ দলের দুই ক্রিকেটার স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির বিশ্বাস এই দুজনকে ছাড়াই অস্ট্রেলিয়া একটি বিশ্বমানের দল।


‘তাদের দলের মান সম্পর্কে অস্বীকার করার কোন অবকাশ নেই। তাদের দলের বিশ্বমানের দুই জন খেলোয়াড় না থাকা সত্ত্বেও তারা এখনো বিশ্বমানের একটি দল। দু’জন না থাকলেই একটি দল শেষ হয়ে যায় না।’


promotional_ad

অস্ট্রেলিয়া দলে যারা আছেন তারা যেকোনো সময় ম্যাচ ঘুরিতে দিতে সক্ষম বলে বিশ্বাস কোহলির,  ‘তবে তাদের বিশেষ করে সীমিত ওভারের দলে যারা আছেন তারা যে কোন সময় একটা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম।


কোন দলকেই আপনি ছোট করে দেখতে পারেন না। কোন কিছুই আমরা নিশ্চিত হিসেবে নিচ্ছি না।’ সীমিত ওভারের ক্রিকেটে বেশ শক্তিশালী দল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে নিজেদের সামর্থ্যের কথাও জানিয়েছেন কোহলি।


তিনি বলেছেন নিজেদের সেরাটা দেয়ার জন্যই মাঠে নামবে ভারত। ‘অবশ্যই আমাদের একটি শক্তিশালী দল রয়েছে। আমরা যখন মাঠে নামি তখন আমাদের ১১ জনই তাদের উৎকর্ষ দেখাতে প্রস্তুত থাকে, তারা তাদের সেরাটা দিতে চায়।’


অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), এ্যাস্টন আগার, জেসন বেহরেনডর্ফ, এ্যালেক্স কেরি, নাথান কালটার-নাইল, ক্রিস লিন, বেন ম্যাকডারমট, গ্লেন ম্যাক্সওয়েল, ডি’আর্চি শর্ট, বিলি স্টানলেক. মার্কাস স্টয়নিস, এন্ড্রু টাই, এডাম জাম্পা।


ভারত: ভিরাট কোহলি (অধিনায়ক), খলিল আহমেদ, জসপ্রিত বুমরাহ, যুযুবেন্দা চাহাল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, মনিষ পান্ডে, ক্রুনাল পান্ডিয়া, ঋষভ পান্থ, কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর, উমেষ যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball