সাকিব-তামিমদের ভাগ্য নির্ধারণ আজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ভাগ্য নির্ধারিত হবে আজ (মঙ্গলবার)। পিএসএলের চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।
ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে নাম এসেছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। বিদেশি কোটায় তরুন উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকির হাসান, অলরাউন্ডার আরিফুল হক ও হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের নাম থাকছে।
আসন্ন মৌসুমের প্লেয়ার্স ড্রাফটেরর জন্য সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে ছেড়ে দিয়েছিল পেশোয়ার জালমি। সেই সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদকেও নিলামের জন্য ছেড়ে দেয় তাঁর দল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স।
তবে সাকিব-তামিমকে ছেড়ে দিলেও ড্রা??ট থেকে আবারও তাঁদের দলে নিতে পারবে পেশোয়ার। মাহমুদুল্লাহ রিয়াদকেও ফের দলে ভেড়ানোর সুযোগ রয়েছে কোয়েট্টা গ্ল্যাডেয়েটর্সের সামনে।
এদিকে ড্রাফটে সবচেয়ে বড় নাম পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। নতুন আসরের জন্য তাঁকে ধরে রাখেনি করাচি কিংস। তাই বড় সুযোগ রয়েছে বাকি দলগুলোর সামনে তাঁকে দলে নেয়ার।
বিশেষ করে সবচেয়ে বড় সুযোগ রয়েছে লাহোর কালান্দার্সের সামনে। গেল আসরে সবার তলানীতে থেকে পিএসএল শেষ করা দলটি সবার আগে ক্রিকেটারকে দলে ভেড়ানোরর সুযোগ পাবে। তাঁরা অবশ্যই চাইবে আফ্রিদির মতো ক্রিকেটারকে দলে ভেড়াতে।

অন্যদিকে এবারের নিলামে সবচেয়ে বড় চমক হিসেবে থাকবেন এবি ডি ভিলিয়ার্স এবং স্টিভ স্মিথ। দুজন এবারই প্রথম পাকিস্তান সুপার লীগে অংশ নিচ্ছেন।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-
রিটেইন ক্রিকেটারঃ
সরফরাজ আহমেদ (প্লাটিনাম), সুনীল নারিন (প্লাটিনাম), শেন ওয়াটসন (ডায়মন্ড, মেন্টর), সোহেইল তানভির (ডায়মন্ড), মোহাম্মদ নাওয়াজ (ডায়মন্ড), রাইলি রুশো (গোল্ড), উমর আকমল (গোল্ড), আনোয়ার আলি (সিলভার), সাউদ শাকিল (সিলভার)
ছেড়ে দেয়া ক্রিকেটারঃ
মাহমুদুল্লাহ রিয়াদ, উমর আমিন, মীর হামজা, আসাদ শফিক, ব্র্যাথওয়েট, রমিজ রাজা জুনিয়র, সাদ আলি, রশিদ খান, আজম খান, কেভিন পিটারসেন, ক্রিস গ্রিন, কোহলের ক্যাডমোর, বেন লাফলিন, জ্যাসন রয়, জন হেস্টিংস, কার্লোস ব্র্যাথওয়েট, ফারাজ আহমেদ খান।
পেশোয়ার জালমি-
রিটেইন ক্রিকেটার-
ওয়াহাব রিয়াজ (প্লাটিনাম), হাসান আলি (প্লাটিনাম), ড্যারেন স্যামি (ডায়মন্ড), কামরান আকমল (ডায়মন্ড), লিয়াম ডওসন (গোল্ড), উমাইদ আসিফ (সিলভার), খালিদ উসমান (সিলভার)। সামিন গুল (এমারজিং)
ছেড়ে দেয়া ক্রিকেটাররাঃ
সাকিব আল হাসান, কামরান আকমল, হ্যারিস সোহেল, ক্রিস জর্ডান, মোহাম্মদ আসগার, ডোয়াইন ব্রাভো, তামিম ইকবাল, হাম্মাদ আজম, সাদ নাসিম, তাইমুর সুলতান, ইবতিশাম শেখ, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, মোহাম্মদ আরিফ।