স্পিন পরীক্ষার জন্য তৈরি উইন্ডিজ

ছবি: উইন্ডিজ দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বরাবরের মতো চট্টগ্রাম টেস্টেও স্পিন নির্ভর উইকেটের আসা করছে উইন্ডিজ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচে খেলে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে দলটি যে ধারণা মতই উইকেট পাচ্ছে তারা।
সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট।

“আমরা এমন মন্থর উইকেটই আশা করেছিলাম। এটা বেশ মন্থর উইকেট ছিল। আর আমরা যখন বাংলাদেশে আসি তখন আমরা এমন কিছুই পাওয়ার প্রত্যাশা করি।”
আসন্ন টেস্ট সিরিজে স্পিন পরীক্ষার জন্য তৈরি উইন্ডিজ দল। বাংলাদেশকে ঘরের মাঠে মোকাবেলা কোনো ভাবেই সহজ হবে না বলেই মনে করেন তিনি।
“টেস্ট সিরিজে স্পিন পরীক্ষা আশা করছি। এটা মোটেই সহজ হবে না, তবে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হতে তৈরি। ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো দল।”
ভারতের বিপক্ষে লম্বা সিরিজ খেলেই বাংলাদেশে এসেছে উইন্ডিজ। ফলে বাংলাদেশের কন্ডিশনে তার দলের মানিয়ে নেয়া সহজ হবে বলেই বিশ্বাস তার।
“এখানকার কন্ডিশন ভারতের মতোই। বিশেষ করে, আমাদের কাছে একইরকম মনে হচ্ছে। আমাদের এখানে মৌলিক কাজগুলো ঠিকঠাক করার ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”