promotional_ad

মিঠুনের আগাম ধারনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


দুই দিনের প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে টেস্ট সিরিজ শুরুর আগের 'ড্রেস রিহার্সাল' সেরে নিয়েছে সৌম্য-মিঠুনরা। ৭৫ ওভার ব্যাট করে বাংলাদেশ দল ৫ উইকেটে ২৩২ রান তুলেছে। 


এদের মধ্যে ৩৪ ওভার করেছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলাররা। দুই 'ফ্রন্ট লাইন' ফাস্ট বোলার কিমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলদের ভালোই সামলেছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। 



promotional_ad

মূল পরীক্ষার আগে প্রস্তুতি ম্যাচের পরীক্ষায় দুই ওপেনার সৌম্য সরকার, সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুনরা উইকেটে সময় কাটিয়েছেন। প্রস্তুতি ম্যাচ থেকে অর্জিত অভিজ্ঞতা টেস্ট ম্যাচেও কাজে লাগবে, এমন বিশ্বাস মিঠুনের।  


'ওদের বোলারদের খেলার সুযোগ হয়েছে, অবশ্যই ওদের সম্পর্কে একটা ধারনা হয়েছে। এতটুকুই আমাকে পরের ম্যাচে সাহায্য করবে। তাছাড়া প্রথম বল থেকেই আমাকে শুন্য থেকে শুরু করতে হবে। প্রস্তুতি ম্যাচ খেলে একটা সুবিধা হয়েছে, ওদের বোলারদের খেলার সুযোগ পেলাম,' প্রস্তুতি ম্যাচ শেষে সোমবার সাংবাদিকদের বলেছেন মিঠুন।


অ্যান্টিগায় বাংলাদেশ দল কিমার রোচ, শ্যানন গ্যাব্র্যিয়েলের সামনে চলতি বছরের জুলাই মাসে মাত্র ৪৩ রানে অল আউট হয়েছিল। একই টেস্ট সিরিজে মোট চার বার বাংলাদেশকে দুইশ রানের নিচে অল আউট করেছে উইন্ডিজরা। 



এবার নিজেদের ঘরের মাঠে একই ভুলের পুনরাবৃত্তি ঘটতে দিতে চাইবে না বাংলাদেশ দল। ২২ তারিখ থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে ঘরের কন্ডিশন কাজে লাগাতে চায় বাংলাদেশ।


মিথুনের ভাষায়, 'উইন্ডিজের পেস বোলার তো অবশ্যই ভালো। ওদের পেস বোলিং আক্রমণ নিয়ে কোন প্রশ্ন নেই। ওরা অবশ্যই বিশ্বমানের বোলার। হয়তো উইকেটের কারণে আমরা অনেক সহজেই সামলেছি। উইকেটের ওপর অনেক কিছু নিশ্চিত করে। বোলারদের বেশি সাহায্য না থাকলে বোলারদের কিছু করারও থাকে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball