'উইকেট ভোগাবে উইন্ডিজ পেসারদের'

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কিমার রোচ বা শ্যানন গ্যাব্রিয়েলের মতো ভয়ানক বোলাররা প্রতিপক্ষ দলে থাকলেও এসব নিয়ে খুব বেশি ভাবছেন না টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। উইকেটকেই মুখ্য বিষয় মনে করছেন তিনি।
কেননা উইকেট থেকে পর্যাপ্ত সহায়তা না পেলে কার্যকরী ভূমিকা রাখতে পারেন না বোলাররা। আর এখান থেকেই কিছুটা আশ্বস্ত মিঠুন। চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ শেষে মিডিয়ার সামনে জানিয়েছেন,

'ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার তো অবশ্যই ভালো। ওদের পেস বোলিং আক্রমণ নিয়ে কোন প্রশ্ন নেই। ওরা অবশ্যই বিশ্বসেরা বোলার। হয়তো উইকেটের কারণে আমরা অনেক ভালোভাবে খেলেছি। উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। বোলারদের বেশি সাহায্য না থাকলে বোলারদের কিছু করারও থাকে না।'
একইদিনে দুই দলের স্পিন আক্রমণের পার্থক্য নিয়েও মন্তব্য করতে রাজি হননি মিঠুন। উইকেটকেই প্রাধান্য দিচ্ছেন মিডল অর্ডার এই ব্যাটসম্যান। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরও জানান,
'আমি তো এত কিছু আসলে বুঝি না, আমি আগেই বলেছি, পুরোটা নির্ভর করে উইকেটের ওপর। বাজে বোলারও স্পিনিং উইকেটে ভালো করে ফেলতে পারে। একজন বিশ্বসেরা বোলারও ফ্ল্যাট উইকেটে কিছু নাও করতে পারে। নির্ভর করবে কেমন উইকেট হবে, তার ওপর নির্ভর করবে কেমন কার্যকরী হবে।'
তবে প্রস্তুতি ম্যাচে উইন্ডিজ স্পিনারদের খুব ভালোভাবেই খেলেছে বাংলাদ??শ। দুই দিনের প্রস্তুতি ম্যাচের আলোকে কথা বলার সময় মিঠুন জানান,
'ওরা স্পিন মোকাবেলা করেছে, আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু ভালোভাবেই মোকাবেলা করেছে। ওদের তুলনায় আমাদের শুরুটা অনেক ভালো হয়েছে। যদি টপ অর্ডারের কথা বলেন, তাহলে আমি অবশ্যই বলবো আমাদের শুরুটা ভালো ছিল।'