promotional_ad

সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না লিটন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ - ২২৪/৫, মিথুন ২৩*, রাব্বি ০*
ওভার ৬৮.৩, রোচ ১/১৫, গ্যাব্রিয়েল.২/২৪, ওয়ারিকেন ১/ ২৯


ওয়েস্ট ইন্ডিজ - ৩০৩/৬, পোল ২১*,  রেইফার ১৪*।
ওভার ৮৬.৩, শফিউল ১ উইকেট, রাব্বি ১ উইকেট, নাঈম ২ উইকেট, সৌম্য ১ উইকেট।


গ্যাব্রিয়েলের দুই উইকেটঃ


জুটি গড়ে রানের চাকা সচল রাখছিলেন মোহাম্মদ মিথুন এবং জাকির হোসেন। কিন্তু শ্যানন গ্যাব্রিয়েলের বলে সরাসরি বোল্ড হয়ে ফিরেছেন জাকির। ১৮ রান করতে সক্ষম হয়েছিলেন তিনি।


মিথুনের সাথে দলের দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিলেন স্কোয়াডে না থাকা ক্রিকেটার লিটন দাস। পরিবর্তিত খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। প্রথম টেস্টের স্কোয়াডেও নেই লিটন। সুযোগ পেয়েছিলেন প্রস্তুতি ম্যাচে নিজেকে মেলে ধরার।


কিন্তু মাত্র এক রান করেই গ্যাব্রিয়েলের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। ২৩ রানে অপরাজিত আছেন মিথুন, তাঁর সাথে উইকেটে রয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৪।


ওয়েস্ট ইন্ডিজের তৃতীয়ঃ


ব্যাট হাতে আলো ছড়াতে থাকা সাদমান ফিরেছেন রান আউট হয়ে। ৭৩ রানেই ফিরে যেতে হয়েছেন তাঁকে। শান্তর বিদায়ের পর নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের সাথে বোঝাপড়ায় সমস্যায় আউট হয়ে ফিরে যান সাদমান।


৫৬ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ। সাদমানের বিদায়ে নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নেমেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।


হাসছে সাদমানের ব্যাটঃ


ওয়েস্ট ইন্ডিজ বোলাদের খুব দেখেশুনেই খেলছেন ওপেনার সাদমান ইসলাম। সৌম্যর অর্ধশতকের পরেই অর্ধশতক হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। এখন নিজের ইনিংসকে আরও বড় করার প্রচেষ্টায় আছেন তিনি। ১৫৭ বলে ৭১ রানে অপরাজিত আছেন সাদমান।


তাঁর সাথে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছিলেন তিনে নামা শান্ত। দু'জন মিলে ইতিমধ্যে জুটি গড়েছেন ৪৭ রানের। কিন্তু ২১ রান করে রোচের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন শান্ত।



promotional_ad

বর্তমানে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৭৩ রান।


উইন্ডিজদের প্রথম সাফল্যঃ


অর্ধশতক শতক হাঁকানো ওপেনার সৌম্যকে বিদায় করে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম সাফল্য এনে দিলেন জোমেল ওয়ারিকেন। ৭৮ রানে সুনিল আমব্রিসের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য। ১২৬ রানের অসাধারণ জুটি গড়েছেন সাদমানের সাথে।


ইতিমধ্যে সাদমানও হাঁকিয়েছেন অর্ধশতক। তাঁর সাথে উইকেটে নতুন ব্যাটসম্যান হিসেবে রয়েছেন নাজমুল হাসান শান্ত।


সৌম্যর অর্ধশতকঃ


টেস্ট সিরিজ শুরু হওয়ার পূর্বে প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে বাঁহাতি ব্যাটসম্যান। সফরকারীদের বিপক্ষে ইতিমধ্যে ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পরই অর্ধশতকটি করেছেন সৌম্য।


বর্তমানে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৯৬ রান।


প্রথম সেশন বাংলাদেশেরঃ


দুই ওপেনার সৌম্য -সাদমানের ব্যাটে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশন দারুণভাবে কাটিয়েছে বিসিবি একাদশ। দু'জন মিলে ইতিমধ্যে ৮৫ রানের জুটি গড়েছেন। যেখানে সৌম্য করেছেন ৪৩ রান এবং ৪১ রানে অপরাজিত আছেন সাদমান।


এদিকে বাংলাদেশের উইকেট তুলে নিতে সাতজন বোলারকে আক্রমণে ব্যবহার করেছে সফরকারীরা। কিন্তু দেখেশুনে খেলে এখনও কোন উইকেট হারায়নি বাংলাদেশ।


প্রথম ঘণ্টা উইকেট শূন্যঃ


দিনের প্রথম ঘণ্টা দারুণভাবে কাটিয়েছে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য এবং সাদমান। ইতিমধ্যে রোচ এবং গ্যাব্রিয়েলের গতিময় বোলিংয়ের ১৬ ওভার মোকাবেলা করেছে তাঁরা। সৌম্য ১৯* এবং সাদমান ২৪* রানে পরাজিত আছেন।


বর্তমানে ১৬ ওভার খেলে কোন উইকেট না হারিয়ে ৪৪ রান সংগ্রহ করেছে বিসিবি একাদশ।



ব্যাটিংয়ে বাংলাদেশঃ


প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নেমেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার এবং ডানহাতি ওপেনার সাদমান ইসলাম।


বোলিংয়ে রয়েছেন কিমো পল।


ইনিংস ঘোষণাঃ


প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা। দিনের শুরুতে হালকা হোঁচট খেলেও মুখ থুবড়ে পড়েনি তাঁরা। শেষ পর্যন্ত দিন শেষ করেছেন ছয় উইকেট হারিয়ে ৩০৩ রানে। ব্যাটসম্যানরা ভালোভাবেই প্রস্তুতি সেরেছে।


তাই দ্বিতীয় দিন বোলাদের প্রস্তুতির জন্য ছেড়ে ইনিংস ঘোষণা করে দেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের একটি বলও মোকাবেলা করেনি তাঁরা। ৩০৩ রানেই ইনিংসের সিদ্ধান্ত নেয় দলটি।


বিসিবি একাদশঃ


রুবেল হোসেন (ক্যাপ্টেন), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবদাত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন, রিশাদ আহমেদ।


উইন্ডিজ দলঃ


ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শিমরন হেটমায়ার, শাই হোপ, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, জোমেল ওয়ারিকেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball