স্পিনে আনকোরা নয় উইন্ডিজ, সৌম্যর উপলব্ধি

ছবি: সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
উইন্ডিজ দল উপমহাদেশ সফরে এসেছে সেপ্টেম্বরের শেষের দিকে। ভারতের বিপক্ষে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছে উইন্ডিজরা। সিরিজে দাপট দেখাতে না পারলেও উপমহাদেশের স্পিন সামলে রান করার ফর্মুলা ভালোই জানা আছে শাই হোপ, শিমরন হেটমায়ারদের।
তাঁর প্রমান পাওয়া গেল এমএ আজিজ স্টেডিয়ামে, দুই দিনের প্রস্তুতি ম্যাচে। প্রথম দিনে নাঈম হাসান, রিশাদ হোসেন ও ফজলে রাব্বির মোট ৪৭ ওভারের স্পিন সামলেছেন উইন্ডিজ ব্যাটসম্যানরা। তিন উইকেট হারালেও তিন স্পিনারের বোলিংয়ে রান এসেছে ১৭১ রান।

কাইরন পাওয়েল, শাই হোপ, রস্টন চেজ, শিমরন হেটমায়াররা ভালোই জবাব দিয়েছে। বিসিবি একাদশের অন্যতম সদস্য সৌম্য সরকার এই উইন্ডিজ দলের পার্থক্যটা আঁচ করতে পারছেন। এবার তাঁরা প্রস্তুত, এমন আভাস তাঁর কণ্ঠে।
'ভারতে অনেক দিন খেলছে তো, হয়ত ওইরকম প্রস্তুতিতে ছিল। বা তাঁরা স্পিন খেলার মধ্যে আছে। ওরা ভালোই করছে। তারপর আমরা যদি কোয়ালিটি বল করতে পারি তাহলে মনে হয় ওতটা টিকে থাকতে পারবে।'
ভারতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের সাথে কুলদিপ যাদবের বল সামলে এসেছে তরুনদের নিয়ে গড়া উইন্ডিজ দল। প্রায় তিন মাস ধরে উপমহাদেশের কন্ডিশনে বিশ্বমানের স্পিন খেলার পর কাজটা কঠিন হওয়ার কথা না।
একই সাথে দুই তরুন স্পিনার নাঈম ও রিশাদকে সামলাতে খুব একটা বেগ পেতে হয়নি সফরকারীদের। সৌম্যর ভাষায়,
'আমাদের স্পিনাররা বল ভালোই করেছে জায়গায় জায়গায়। ওরাও ভালোই হ্যান্ডেল করছে। ভারতেও অনেকদিন খেলে এসেছে। আমার মনে হয় যারা বল করেছে তারা অনেক কোয়ালিটি বোলার। মূল ম্যাচে সবাই আরও ভাল বল করবে।'