promotional_ad

পাকিস্তান যাওয়ার অনুমতি চায় বিসিবি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপের ২০১৮ আসরে বাংলাদেশের অংশ নেয়া নির্ভর করছে সরকারের অনুমতির উপর, বিষয়টি জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অফিসিয়াল ওয়েবসাইটে টুর্নামেন্টের সময়সূচী প্রকাশ করার ঘণ্টা খানেক পূর্বে এ সম্পর্কে ক্রিকফ্রেঞ্জিকে জালাল ইউনুস জানান, 'আমরা সরকারের অনুমতির জন্য অপেক্ষা করছি। যদি আমরা অনুমতি পাই তাহলে টুর্নামেন্টে অংশ নিব আমরা।'


টুর্নামেন্টের নিরাপত্তা বোর্ড এবং সরকারকে সন্তুষ্ট করলেই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল। আর সেটা যদি হয় তাহলে ক্রিকেটের প্রতি অগাদ আগ্রহের কারণেই তাঁরা পাকিস্তানে খেলতে যাবে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তা।


promotional_ad

'আমরা তখনই দল পাঠাব যখন নিরাপত্তার ব্যাপারটি আমাদের সন্তুষ্ট করবে। তবে সরকারের সবুজ সংকেতের উপর নির্ভর করছে সব কিছু। যদি আমরা পাকিস্তানের উদ্দেশ্যে উড়ে যাই, তাহলে সেটা হবে ক্রিকেটের প্রতি গভীর আগ্রহের জন্য', ক্রিকফ্রেঞ্জিকে বলেছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।


প্রকাশিত সময়সূচি অনুযায়ী ডিসেম্বরের ছয় তারিখ করাচিতে আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই দল ছাড়া বাংলাদেশের গ্রুপে রয়েছে হংকং এবং স্বাগতিক পাকিস্তান। এই চার দল রয়েছে গ্রুপ 'বি'।


আর গ্রুপ 'এ' রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভারত এবং ওমান। আগামী ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। এদিকে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর থেকে পাকিস্তানে মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করা হয়েছিল।


এরপর বাইরের কোন দেশই পাকিস্তানের বিপক্ষে তাঁদের মাটিতে ক্রিকেট ম্যাচ খেলতে যায়নি। গত এপ্রিলে পাকিস্তানের মাটিতে টুর্নামেন্টটি আয়োজনের কথা থাকলেও বাংলাদেশ তা নাকচ করে দেয়। সে সময় ভারতও তাঁদের দলকে পাকিস্তান পাঠাতে আগ্রহ প্রকাশ করেনি।


তাই এবার শ্রীলঙ্কা এবং পাকিস্তান দুই দেশ মিলে আয়োজন করেছে ২০১৮ ইমার্জিং কাপ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball