সতের বছর পর ইংলিশদের লঙ্কা জয়

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
২০০১ সালের ফেব্রুয়ারি মাস, শেষবারের মতো শ্রীলঙ্কায় কোন টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। লঙ্কানদের ঘরের মাঠে টেস্ট সিরিজে জয়ের মুখ দেখতে ইংলিশদের অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর!
জো রুটের অধিনায়কত্বে তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ হাতে থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে যায় সফরকারীরা। সিরিজের প্রথম টেস্ট ২২১ রানের বিশাল ব্যবধানে জয়ের পর রবিবার দ্বিতীয় টেস্টে ৫৭ রানে লঙ্কানদের পরাজিত করে ১৭ বছর পর এখানে সিরিজ জিতে ইংল্যান্ড।

১৭ বছর পূর্বে নাসের হুসাইনের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে আসা ইংল্যান্ড, তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে তখনকার অন্যতম শক্তিশালী দল শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল। সানাথ জয়সুরিয়া, কুমার সাঙ্গাকারাদের সাথে সিরিজের প্রথম ম্যাচ বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল সফরকারীরা।
এক ইনিংস এবং ২৮ রানে পরাজিত হওয়ার পর বাকি দুই টেস্টে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। শেষ দুই ম্যাচ জয়ী হয়ে সিরিজও জয়ী হয় তাঁরা। এরপর আরও তিনবার শ্রীলঙ্কা সফরে এসেছিল ইংলিশরা।
একটি সিরিজেও জয়ী হতে পারেনি তাঁরা। ২০০৩ সালে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছিল ইংল্যান্ড। সেই সিরিজে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছিল সফরকারী দলটি।
২০০৭ সালের সফরেও তিন ম্যাচের টেস্ট সিরিজটি জিততে পারেনি ইংল্যান্ড। সেবারও ১-০ ব্যবধানে পরাজিত হয়েছিল তাঁরা। এরপর ২০১২ সালের দেখায় দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।