promotional_ad

টি-টুয়েন্টি সিরিজও প্রোটিয়াদের

দক্ষিণ আফ্রিকা দল
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে ২১ রানের ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ১-০ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজও হারল অজিরা।


বৃষ্টির কারণে শুরুতেই এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ১০ ওভারে। নির্ধারিত ওভারে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে জয়ের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছিল অজিরা।


শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩১ রান। শেষ ওভারের প্রথম বলেই দারুণ এই ছক্কা হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে সেই ওভারে আর মোটে ২ রান নিতে পেরেছিলেন অজি ব্যাটসম্যানরা।


১টি রান এসেছিল ওয়াইড থেকে। ফলে ১০ ওভার শেষে অজিদের  হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল। প্রোটিয়াদের দেয়া বড় লক্ষ্যের জবাবে শুরুটা দারুণ ছিল অজিদের। অ্যারন ফিঞ্চ ও ক্রিস লিন ওপেনিংয়ে ২১ রান তোলে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন।


promotional_ad

ফিঞ্চ ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফিরেন। শর্ট স্কোরবোর্ডে রান তোলার আগেই আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। এরপর ক্রিস লিন (১৪) ফিরে গেলে মিডেল অর্ডারে একাই লড়াই করেন ম্যাক্সওয়েল।


অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হয়েছেন ৩৮ রান করে। আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে ২ টি করে উইকেট নিয়েছে লুঙ্গি এনগিদি, ক্রিস মরিস ও আন্দিলে ফেহেলুকায়ো।


১ টি উইকেট গেছে তাবরীজ শামসির ঝুলিতে। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় প্রোটিয়ারা। ওপেনার কুইন্টন ডি কক ১৬ বলে ২২ আর রিজা হেনড্রিকস ৮ বলে করেন ১৯ রান।


এরপর অধিনায়ক ফাফ ডু প্লেসিসের ২৭ রানে ভর করে ১০৮ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন অ্যান্ড্রু টাই ও কোল্টার নিল। ১ টি করে উইকেট গেছে বিলি স্ট্যানলেক ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝুলিতে।


স্কোরকার্ডঃ


দক্ষিণ আফ্রিকাঃ ১০৮/৬ (১০ ওভার); (ডি কক ২২, রিজা ১৯ ও ডু প্লেসিস ২৭); (কোল্টার নিল ১৯/২, টাই ১৮/২, স্ট্যানলেক ২৩/১ ও ম্যাক্সওয়েল ১৪/১)


অস্ট্রেলিয়াঃ ৮৭/৭ (১০ ওভার); (লিন ১৪ ও ম্যাক্সওয়েল ৩৮); (এনগিদি ১৬/২, মরিস ১২/২, ফেহেলুকায়ো ২১/২ ও শামসি ১২/১)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball