মুস্তাফিজ ফেরায় বাদ পড়লেন রাহি

ছবি: আবু জায়েদ রাহি, ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে একমাত্র পেসার হিসেবে বাংলাদেশের হয়ে খেলতে নেমেছিলেন আবু জায়েদ রাহি। তবে সেই ম্যাচে খুব বেশি আশানুরূপ পারফর্ম করতে পারেননি তিনি।
৬৮ রানে মাত্র ১ উইকেট শিকার করার পর ঢাকা টেস্ট থেকে বাদ পড়তে হয়েছিল রাহিকে। তারই জের ধরে উইন্ডিজ সিরিজের স্কোয়াডেও তাঁকে বিবেচনা করেননি নির্বাচকেরা।
অথচ সেই রাহিরই কিনা প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৯ ম্যাচে উইকেট সংখ্যা ২০৪টি! মূলত ঘরোয়া ক্রিকেটের এই পারফর্মেন্সই যে তাঁকে টেস্ট লাইন আপে এনে দিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না।

অথচ গত উইন্ডিজ সিরিজে অভিষেক হওয়া রাহিকে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ খেলানোর পরেই বাদ পড়তে হল। মূলত স্কোয়াডে মুস্তাফিজুর রহমান ফেরার কারণেই জায়গা হারাতে হল রাহিকে।
এদিকে রাহির পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরেক পেসার শফিউল ইসলামও। গত সিরিজের দলে থাকলেও কোনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। তবে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়া আরেক পেসার খালেদ আহমেদও থাকছেন উইন্ডিজ সিরিজে।
প্রথম টেস্টের স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান