promotional_ad

আগামীকাল মাঠে নামছে সৌম্য-রুবেলরা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশে অবস্থান করছে উইন্ডিজ ক্রিকেট দল। সূচি অনুযায়ী আগামী ২২শে নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে নামবে দুই দল।


টেস্টের লড়াইয়ে মাঠে নামার আগে নিজেদের অবশ্য ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে ক্যারিবিয়ানরা। আগামীকাল (রবিবার) টেস্ট সিরিজকে সামনে রেখে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।


এদিন উইন্ডিজদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বিসিবি একাদশ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 



promotional_ad

ক্যারিবিয়ানদের বিপক্ষে বিসিবি একাদশ দলটিকে নেতৃত্ব দিবেন টাইগার পেসার রুবেল হোসেন। প্রস্তুতি ম্যাচটিতে রুবেল ছাড়াও থাকছেন ওপেনার সৌম্য সরকার। এছাড়াও তরুণ লেগ স্পিনার রিশাদ আহমেদকেও পরীক্ষা করে দেখবেন নির্বাচকেরা এই ম্যাচ দিয়ে। 


উল্লেখ্য প্রস্তুতি ম্যাচের পর টাইগারদের বিপক্ষে ক্যারিবিয়ানরা প্রথম টেস্ট খেলবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তবে দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। যেটি শুরু হবে আগামী ৩০শে নভেম্বর। 


বিসিবি একাদশ স্কোয়াডঃ


রুবেল হোসেন (ক্যাপ্টেন), সৌম্য সরকার, জাকির হোসেন, মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বী, এবদাত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, নাঈম হাসান, শফিউল ইসলাম, রবিউল হক, মোহাম্মদ মিথুন, রিশাদ আহমেদ।



উইন্ডিজ স্কোয়াডঃ


ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), সুনীল আমব্রিস, দেবেন্দ্র বিশু, রস্টন চেজ, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন, শিমরন হেটমায়ার, শাই হোপ, শেরমন লুইস, কিমো পল, কাইরন পাওয়েল, রেইফন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকেন 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball